এখন সময় জাতির পিতার আদর্শে দেশ গঠনের
ইফুর রহমান: এখন সময় এসেছে মুক্তিযুদ্ধের মূল্যবোধের আলোকে দেশ গঠনের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আদর্শকে সামনে রেখে আমাদের মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন তা বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো : মাহবুব আলী ।
৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যায় প্যান প্যাসিফিক সোনারগাঁও এ অনুষ্ঠিত সোনারগাঁও হোটেল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আয়োজিত মত বিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল সমতা প্রতিষ্ঠা কিন্তু ১৯৭৫ সালের বিয়োগান্তক ঘটনার পর তখনকার সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ ধ্বংস করে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবার সমান অধিকার ও সুযোগে বিশ্বাস করেন। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাস্ট্র যাতে কোন প্রতিবন্ধকতা তৈরি না করে তা নিশ্চিত করেছেন।সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে জননেত্রী সকল অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।সাধারণ মানুষের ভাগ্যন্নোয়ণে তিনি কাজ করে যাচ্ছেন। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারঁ কাজ আজ সারা বিশ্বে প্রশংসিত।মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের অর্জন অনেক।
প্রতিমন্ত্রী বলেন, সোনারগাঁও হোটেলের নামের সাথে ইতিহাস জড়িত। এর সুনাম অক্ষুন্ন রাখা এর শ্রমিক-কর্মচারী সহ সকলের দায়িত্ব। সকলের সম্বলিত চেষ্টায় এই হোটেল আগের চেয়েও বেশি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। এখানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের ন্যায়সংগত সকল দাবী পূরণ করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, এখন সময় এসেছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার। আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছিলেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম, হোটেলস্ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আলমগীর, প্যান প্যাসিফিক সোনারগাঁও এর জেনারেল ম্যানেজার পল ফ্ল্যাট ও সোনারগাঁও হোটেল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো: আজম খান।