জাতীয় ঐক্যের সরকার গঠনের দাবি
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি , ঢাকাঃ
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও জিহাদ আন্দোলন দ্রুত জাতীয় ঐক্যের সরকার গঠনের দাবি জানিয়েছে। একইসঙ্গে ফিলিস্তিনি জাতি যেসব চ্যালেঞ্জের মুখে রয়েছে তা মোকাবেলার জন্য দুই সংগঠনের মধ্যে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছে।
মিশরের রাজধানী কায়রোয় হামাস ও জিহাদ আন্দোলনের প্রতিনিধিদের যৌথ এবং দীর্ঘ বৈঠকের পর বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি ভূখণ্ডে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হলে অবশ্যই জাতীয় ঐক্যের সরকার গঠন করতে হবে।
গত ৩০ জানুয়ারি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পূর্ব বায়তুল মুকাদ্দাস, পশ্চিম তীর ও গাজা উপত্যকায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেসময় তিনি বলেন, ঐক্য সরকার গঠনের বিষয়ে ২০১৭ সালে কায়রোয় যে চুক্তি হয়েছিল তা বাস্তবায়নে ফিলিস্তিনি নেতৃত্ব প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে ডিসেম্বর মাসে মাহমুদ আব্বাস জানান, ফিলিস্তিনের সাংবিধানিক আদালত সংসদ ভেঙে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংসদ ভেঙে দেয়ার ছয় মাসের মধ্যে ওই আদালত নতুন নির্বাচন দেয়ারও আহ্বান জানায়