সততার মাধ্যমে এগিয়ে নিতে হবে দেশকে

প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকা : দেশের উন্নয়নে সততা ও পেশাগত দক্ষতার মাধ্যমে কাজ করতে সরকারী কর্মচারীদের প্রতি আহবান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

১৪ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) রাজধানীর শাহবাগস্থ বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ২৪ ও ২৫ তম উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপনা কোর্স (24th and 25th Development Administration and Management Course) এর সমাপনী এবং সনদ প্রদান অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।

তিনি বলেন, জনগণের কাছে সরকারের সেবা দ্রুত এ সহজতর করতে সরকারী কর্মচারীদের সুশাসনের চর্চা করতে হবে।

তিনি বলেন, জনপ্রশাসনকে আরো দক্ষ ও জনবান্ধব করতে সরকার কাজ করে যাচ্ছে । প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেকে গড়ে তুলেই জনগণকে উন্নত সেবা প্রদান করা সম্ভব।

তিনি আরো বলেন, বাংলাদেশ ইতিমধ্যেই মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে । দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে হলে সরকারী কর্মচারীদের নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে ।

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর কাজী রওশন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: রাকিব হোসেন, এনডিসি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ