সমৃদ্ধ রাষ্ট্র গড়তে একযোগে কাজ করার আহ্বান তরুণ সমাজকে

প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ
২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত, সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে ছাত্র-ছাত্রী ও তরুণ সমাজসহ সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ।

১৫ ফেব্রুয়ারি (শুক্রবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এলামনাই এসোসিয়েশন আয়োজিত প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ অনেক প্রতিকূলতা সত্ত্বেও অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে সকলকে মেধা ও সততার সাথে কাজ করতে হবে ।

তিনি আরো বলেন, বাংলাদেশ একটা সময় সন্ত্রাস, জঙ্গীবাদ আর দুর্নীতির কারণে ঝুঁকিপূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছিলো। সেই অবস্থা থেকে বের হয়ে দেশ এখন উন্নয়নের অগ্রযাত্রায় শামিল হয়েছে । এ যাত্রা অব্যাহত রেখে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য কাজ করতে হবে ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এলামনাই এসোসিয়েশনের সভাপতি রাশেদুল ইসলাম পল্লবের সভাপতিত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিজানুর রহমান,
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান খন্দকার মোশাররফ হোসেন ভুঁইয়া বিশেষ অতিথি বক্তব্য রাখেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ