মেসির কর ফাঁকির শুনানি ২৭ সেপ্টেম্বর

Messi মেসিস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আগামী ১৭ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও ১০ দিন পিছিয়ে ২৭ সেপ্টেম্বর লিওনেল মেসি ও তার বাবা হোর্হের কর ফাঁকির অভিযোগের শুনানি হবে।

১৭ তারিখ অন্য একটি কাজে ব্যস্ততার কারণে মেসির আইনজীবি শুনানি পিছিয়ে দেয়ার আবেদন করেছিলেন। সেই আবেদন সাড়া দিয়ে আদালত কর্তৃপক্ষ শুনানি পিছিয়ে দেয়ার কথা জানিয়েছে।

শুনানি হবে বার্সেলোনা রাজ্যের গাভা নামের একটি শহরের আদালতে।

মেসি ও তার বাবার বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ থেকে ২০০৯ সাল পর‌্যন্ত ট্যাক্স রিটার্নে বেশ কিছু তথ্য ও আয়ের উৎস গোপন করে ৪০ লাখেরও বেশি ইউরো ফাঁকি দিয়েছেন তারা। তবে দুজনেই এই অভিযোগ অস্বীকার করেছেন।

কয়েক দিন আগে স্প্যানিশ কর্তৃপক্ষের কাছে ‘সংশোধিত পেমেন্ট’ হিসেবে ৫০ লাখেরও বেশি ইউরো জমা দিয়েছেন টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ