বেসরকারি এভিয়েশন সেক্টরের উন্নয়ন সহযোগী হবে সরকার

সচিবালয় প্রতিনিধি, এবিসি নিউজ বিডি, ঢাকা:
বেসরকারি এভিয়েশন সেক্টরের উন্নয়নে সরকার সম্ভাব্য সকল প্রকার সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী

১৭ ফেব্রুয়ারি (রবিবার) মন্ত্রণালয়ে তার দপ্তরে এভিয়েশন অপারেটরস এসোসিয়েশন অফ বাংলাদেশ এর প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিমান পরিবহন সেবার মানোন্নয়ন করা হলে তা বাংলাদেশের পর্যটনের উন্নয়নেও ভূমিকা রাখবে। বেসরকারি খাতের বিমান পরিবহন সংস্থাগুলোর উন্নয়নে বিমান পরিবহন খাতে একটি সুস্থ প্রতিযোগিতার সৃষ্টি করবে যা বিমান পরিবহন সেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে এভিয়েশন অপারেটরস এসোসিয়েশন অফ বাংলাদেশ এর সভাপতি অঞ্জন চৌধুরী বলেন বেসরকারি বিমান পরিবহন খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে। সরকারের সহায়তা পেলে এই খাতের ভূমিকা আরও বৃদ্ধি পাবে। জবাবে প্রতিমন্ত্রী বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিমান পরিবহন খাত ও পর্যটন খাতের উন্নয়নে খুব আন্তরিক। তার দিকনির্দেশনা মোতাবেক এ খাতের উন্নয়নে সকল কাজ সম্পন্ন করা হবে।
সৌজন্য সাক্ষাতে মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও আরো উপস্থিত ছিলেন এভিয়েশন অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ এর সহ-সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ