র‍্যাব ১০ এর হাতে আটক জাল সনদের ৩ কারিগর

প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকা:

বিভিন্ন শিক্ষাবোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সরকারি -বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট পস্তুত চক্রের ০৩ জন সদস্যকে আটক করেছে র‍্যাব ১০ এর একটি চৌকস অভিযানিক দল।

১৭ ফেব্রুয়ারি (রবিবার) র‍্যাব-১০ এর সিপিসি-৩ লালবাগ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ আনিসুজ্জামান এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল ডিএমপি অন্তর্ভুক্ত নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জাল সার্টিফিকেট তৈরীর পেপারসহ আনুসাঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করে।

এ সময় তাদের নিকট হতে ৫টি (০৩টি এসএসসি, ০১টি এইচএসসি, ০১টি বিএ) জাল সার্টিফিকেট, ১০টি (০৪টি এসএসসি, ০৩টি এইচএসসি, ০৩টি বিএ) জাল সার্টিফিকেটের নমুনা কপি উদ্ধার করে।

এছাড়াও জাল সার্টিফিকেট তৈরির কাজে ব্যবহৃত ০২টি কম্পিউটার মনিটর, ০২টি সিপিইউ মেশিন, ০৩টি পেন ড্রাইভ, প্রিন্টার সেট ও ০৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ১৷ মোঃ মোখলেছুর রহমান (৩৭) পিতা- আফুল খালেক হাওলাদার, সাং- বৌলতলী, থানা-বাউফল, বর্তমানে রনি মার্কেট ১নং গলি (বিডিআর বাড়ী) মোঃ বাবু মিয়ার বাসার ভাড়াটিয়, কামরাঙ্গিচর, ডিএমপি ঢাকা ২! মোঃ কামাল হোসেন (৩৮), পিতা-মৃত আবুল ওহাব মিয়া, সাং- দক্ষিন ঘোড়াধারী, থানা-মতলব, জেলা- চাঁদপুর। ৩। সহরাব হোসেন (২২) সাং- চাটখিল, জেলা নোয়াখালী বলে জানাযায়।

একইসময় জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন শিক্ষাবোর্ডের সনদ জালিয়াতির মাধ্যমে অর্থ উপার্জন করে আসছিল।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ