এ মেয়াদেই সম্পন্ন হবে ঢাকা অপেরা হাউস কমপ্লেক্স এর কাজ

সাইফুর রহমান, বর্তমান সরকারের মেয়াদেই ঢাকার হাতিরঝিলে ২১ একর জায়গার ওপর অনিন্দ্য সুন্দর স্থাপত্যশৈলীতে ঢাকা অপেরা হাউস কমপ্লেক্স প্রকল্পটির কাজ সমাপ্তকরণের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

১৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পের বিভিন্ন প্রদর্শনী দেখে প্রতিমন্ত্রী আরো বলেন, অ্যাক্রোবেটিক প্রদর্শনী, নৃত্য ও গান আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে যেটি না বললেই নয়, সেটি হল অ্যাক্রোবেটিক প্রদর্শনী যেটি আমার মুগ্ধতার সীমা ছাড়িয়ে গেছে। এটি শারীরিক কসরত ও শিল্পের নান্দনিক শৈলীর অপূর্ব একটি সমন্বয়। ক্রমান্বয়ে অ্যাক্রোবেটিক চর্চাকে সারাদেশে ছড়িয়ে দেয়া হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও ঢাকা অপেরা হাউস (ঢাকা সাংস্কৃতিক কমপ্লেক্স) প্রকল্পের প্রকল্প পরিচালক মেজর জেনারেল আবু সাঈদ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ