ভবন ধ্বসের ঘটনায় ৩ দিনে তদন্ত প্রকাশ,৭ দিনেই শাস্তি

এবিসি নিউজ বিডি ঢাকা: কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবন ধ্বসের ঘটনায় তদন্ত প্রাকশের পরই তাৎক্ষণিকভাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম ৭ দিনেই কুষ্টিয়া গণপূর্ত বিভাগের ০৩ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্তসহ বিভাগীয় তদন্ত এবং সংশ্লিষ্ট দুইটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে।

২১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মন্ত্রনালয় সূত্রে জানাযায়, ঘটনার দিনই প্রাথমিক তদন্ত প্রতিবেদন আসে মন্ত্রণালয় এবং সাথেসাথেই সংশ্লিষ্ট কর্মকর্তাকে সাময়িক বরখাস্তসহ তিন কর্মদিবসের মধ্যেই চুড়ান্ত প্রতিবেদন চলে আসে মন্ত্রীর হাতে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ ও ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপন’ প্রকল্পের অধীন হাসপাতাল ভবনের পোর্চ নির্মাণকালীন গত ১৭ জানুয়ারি ২০১৯ তারিখে নির্মণাধীন ছাদ ধ্বসে পড়ে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে ০১জন শ্রমিক নিহত হয় ও ০৫জন শ্রমিক আহত হয়। দুর্ঘটনার কারণে ঐদিনই (১৭ জানুয়ারি ২০১৯) প্রাথমিক তদন্ত করে গণপূর্ত অধিদপ্তর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করে। তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে বর্ণিত নির্মাণ কাজের সার্বক্ষণিক দায়িত্বে থাকা কুষ্টিয়া গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল), জনাব মোঃ আব্দুর রশিদ-কে সাময়িকভাবে বরখাস্ত করে। একইসাথে ১৭ জানুয়ারি ২০১৯ তারিখেই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ ইমরুল চৌধুরীকে আহ্বায়ক করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ০৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে এবং কমিটিকে ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বিষয়টি তদন্ত করে দ্রুততার সাথে সংশ্লিষ্ট কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তদন্ত কমিটি সরেজমিনে পরিদর্শন শেষে গত ২২ জানুয়ারি ২০১৯ তারিখে তদন্ত প্রতিবেদন গৃহায়ন ও গণপূর্ত সচিব বরাবর দাখিল করে। তদন্ত প্রতিবেদনে কুষ্টিয়া গণপূর্ত বিভাগের ০৩ জন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দুইটি ঠিকাদারী প্রতিষ্ঠান The Engineers and Arichitects Ltd (TEAL) ও Jahirul Ltd (JV)-কে বর্ণিত ঘটনার জন্য দায়ী করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে বর্ণিত নির্মাণ কাজে দায়িত্বে অবহেলার কারণে গত ৩১ জানুয়ারি ২০১৯ তারিখে কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী (সিভিল) জনাব এ. জেড. এম. শফিউল হান্নান এবং উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) জনাব আব্দুল মোতালেব-কে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী সরকারি চাকুরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এতে আরো জানানো হয়, সাময়িক বরখাস্তকৃত ০৩ (তিন) জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান The Engineers and Arichitects Ltd (TEAL) এবং Jahirul Ltd (JV)-কে কালো তালিকাভূক্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হলে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এর বিধি ৫৪(৭) এবং বিধি ১২৭ (৪) (গ) অনুযায়ী বর্ণিত দুর্ঘটনার জন্য দায়ী ঠিকাদারী প্রতিষ্ঠানদ্বয়কে ১৯ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ থেকে ০২ (দুই) বছরের জন্য গণপূর্ত অধিদপ্তরের কোন ক্রয় কার্যক্রমে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

ইতিমধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এ বিষয়ে দ্রুততার সাথে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাগিদও প্রদান করেছেন। মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গণপূর্ত অধিদপ্তর পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জানিয়েছেন।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ