পাঠকদের উৎসহের কেন্দ্রে ‘তুলির বাগান বিলাস’
সাইফুর রহমান, এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে নৈসর্গিক প্রেমের উপন্যাস ‘তুলির বাগান বিলাস’। বইয়ের প্রতিটি লাইন পাঠককে নিয়ে যাবে ভালোবাসার ভিন্নজগতে।
মেলা শুরুর প্রথমদিন থেকেই বইটির ব্যপকতা ছড়িয়েছে। কিন্তু সম্প্রতি বইটির মোড়ক উন্মোচিত হবার পর পরই পাঠক সমাজের এক উৎসহের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে প্রান্ত প্রকাশনির ১৭২ ও ১৭৩ নম্বর স্টল দুটি ।
স্বার্থ, জটিলতাহীন নিষ্পাপ ভালোবাসা মানুষের জীবনকে যে পরিপূর্ণতা এনে দিতে পরে তার ‘তুলির বাগান বিলাস’ বইটিতে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন লেখিকা ফারহানা হোসাইন।
এর আগে প্রকাশিত লেখিকার অন্য বইগুলির মতো এই বইটিও পাঠকের দৃষ্টি কেড়েছে। আলোড়ন তুলেছে তরুন প্রেমিক প্রেমিকার মনে।
নিজের লেখা তৃতীয় বই নিয়ে লেখিকা ফারহানা বলেন, ব্যতিক্রমী প্রেমের গল্পের নিদর্শন এ বইটি। আমার বিশ্বাস পাঠকদের বইটি ভাল লাগবে। সবাইকে আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, আসুন বইমেলায়। দেখা হবে, কথা হবে।
ফারহানা হোসাইনের অন্য দুটি বই হলো- ২০১৫ সালে প্রকাশিত সাদা মেঘের খেলা ও ২০১৮ সালে প্রকাশিত মাধবীলতার পদ্ম পুকুর।
লেখালেখির প্রসঙ্গে লেখিকা বলেন, লেখালেখির ক্ষেত্রে আমি আলাদা স্বত্তা হিসেবেই কাজটা করি। এটা আমার নিজস্ব ভালো লাগার জগত।