মুক্তিযোদ্ধা ও সাংবাদিক অবিভাবকদের নিয়ে সাপ্তাহিক ভোরের বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী

প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকা: মুক্তিযুদ্ধের অন্যতম সমন্বয়ক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এর সবর অংশগ্রহনের মধ্যদিয়ে কেক কেটে পালিত হলো সাপ্তাহিক ভোরের বাংলাদেশ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী।

২৩ ফেব্রুয়ারী (শনিবার)  জাতীয় প্রেস ক্লাবের মোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে দুপুর ৩ টায় এ আয়োজন সম্পন্ন হয়েছে বাংলদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালালের উপস্থিতিতে।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাস্ট্রের তিনটি মূল স্তম্বের পরে ফোরথ স্টেজ হিসেবে শুধুমাত্র সারা বিশ্বে মিডিয়াকেই রাখা হয়েছে। রাস্ট্র সুন্দরভাবে পরিচালনা করার জন্য যার বিকল্প নেই। প্রজাতন্ত্রের কর্মচারীর ন্যায় মিডিয়া সরকারের বেতনভূক্ত নয়। কারন, যদি মিডিয়া সরকারের বেতনভূক্ত হয়ে জায়, তাহলে তো সংবাদিকরা সরকারের গুনগ্রাহী আরেক প্রতিষ্ঠানে পরিণত হবে। পূর্ব পাকিস্তানের সময় পত্রিকাকে পবিত্র গ্রহন্ধের মত মানা হত৷ মানুষ তখন পত্রিকায় কি ছাপিয়েছে সে জন্য সবাই অপেক্ষা করত। এখন আর সেই অবস্থানে নেই। আগের অবস্থানে ফিরে আনতেই হবে।

তাই সাংবাদিকদের এ অভিভাবক নতুন সংবাদপত্রের পথচলায় বস্তুনিষ্ঠ খবরের মাধ্যমে গ্রহনযোগ্য করে তুলতে হবে, সেই দিক নিদর্শনা প্রদান করেন।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিতি থেকে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামছুল আলম।

সম্পাদক কাজী সামাদ ও প্রধান সম্পাদক হাফিজুর রহমানের অয়োজনে, অনুষ্ঠানের শেষে বিভিন্ন পেশায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় সাপ্তাহিক ভোরের বাংলাদেশের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রাদান করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন,বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল-এর সভাপতি জাকির হোসেন ইমন, ২০১ গম্বুজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, টাংগাইল জেলা যুব মহিলা লীগ এর সভাপতি অ্যাডভোকেট সাবিনা ইয়াসমিন ,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ