পুনরায় চালুর উদ্যোগ ভাষানটেক আবাসন প্রকল্পের

সাইফুর রহমানঃ রাজধানীর নিম্ন ও মধ্যবিত্তদের জন্য আবাসন নিশ্চিত করতে মুখ থুবড়ে পড়া ভাষানটেকের আবাসন প্রকল্পের কাজ পুনরায় শুরুকরে সম্পূর্ণ করার উদ্যোগের কথা জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান।

২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) প্রতিমন্ত্রী ভাষানটেকে বস্তিতে অগ্নিসংযোগের ঘটনাস্থাল পরিদর্শনকালে আবাসন প্রকল্পের অসমাপ্ত কাজ দেখে তাতক্ষনিক এ সিদ্ধান্তের কথা জানান।

ডাঃ মোঃ এনামুর রহমান ঘটনাস্থালে উপস্থিত হয়ে আগুনে ক্ষতিগ্রস্থদের খোজ খবর নেন। এসময় তিনি মাথাপিছু ৩০ কেজি চাল,ডাল ও শুকনা খাবার ও দুটা করে কম্বল সরবরাহ করেন। সার্বক্ষনিক চিকিৎসা সেবা সহ মহিলা ও শিশুদের জন্য পাশের স্কুলে এবং পুরুষদের জন্য তাবু টাঙ্গিয়ে থাকার ব্যবস্থা নিশ্চিত করেছে বলে ঘোষণা দেন।

এদিকে ভূমি মন্ত্রণালয় সূত্রে জানাযায়, ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজধানীর ছিন্নমূল বস্তিবাসী মানুষের জন্য মিরপুরের ভাসানটেক এলাকার ৪৭ একর সরকারি খাস জমিতে বসবাসের জায়গা করে দেন। পরবর্তীতে ১৯৯৮ সালে বস্তিবাসী ও বাস্তুহারাদের পুনর্বাসনের জন্য বহুতলবিশিষ্ট ভবন নির্মাণের রূপকার ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কিন্তু আজ প্রজন্ত এই কাজ অসম্পন্ন থাকার কারন জানতে চেয়েছিলেন উপস্থিত কর্মকর্তাদের কাছে প্রতিমন্ত্রী।

এসময় তিনি আগামী রবিবার এবিষয়ে পদক্ষেপ নিতেও বললেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল কে।

এছাড়াও ক্ষতিগ্রস্তদের স্থায়ী সমাধানের বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন বলে জানান প্রতিমন্ত্রী৷

ভাষানটেক বস্তিতে আগুনে পুড়ে যাওয়া লোকদের তদারকি করতে আসা দুর্যোগ ব্যবস্থাপনার ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল জানিয়েছেন, ক্ষতিগ্রস্থরা জাতে পুনরায় ঘুরে দাড়াতে পারে সে লক্ষে কাজ করে যাবে মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ কামাল, ঢাকা উত্তর সিটি করপরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফা, প্রতিমন্ত্রীর একান্ত সচিব হারুন অর রসিদ এবং দুর্যোগ অধিদপ্তরের ডিজি সৈয়দ আবু মোঃ হাসিম, ঢাকা উত্তর সিটি কপরেশনের প্রধান নির্বাহী রবীন্দ্র শ্রী বড়ুয়া সহ পদস্থ কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ