হারেস উদ্দিনের মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর শোক

এবিসি নিউজ বিডি ঢাকা: আলোর ফেরিওয়ালা খ্যাত মোঃ হারেস উদ্দিন (পলান) সরকার এর মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর শোক প্রকাশ।

একুশে পদকপ্রাপ্ত বই বিতরণ আন্দোলনের পথিকৃৎ ”আলোর ফেরিওয়ালা” খ্যাত মোঃ হারেস উদ্দিন (পলান) সরকার আর নেই। গত ০১ মার্চ ২০১৯ রোজ শুক্রবার দুপুরের দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।

তাঁর মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এক শোক বার্তায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ জানান, মোঃ হারেস উদ্দিন (পলান) সরকার এর মৃত্যুতে দেশ একজন আলোর সৈনিককে হারালো। তিনি গ্রামে-গঞ্জে মানুষের দোরগোড়ায় নিজের টাকায় কেনা বই পৌঁছে দিতেন। বাংলাদেশে বই পড়া আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। জ্ঞানমনস্ক জাতি গঠনে তাঁর অসামান্য অবদানের কারণে বাংলাদেশের মানুষ তাঁকে দীর্ঘকাল স্মরণে রাখবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ