পুলিশে চাকরি দেওয়া ২ প্রতারক আটক

সাইফুর রহমান : নিজেদের আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারকচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১০ ।

গত ০৪ মার্চ (সোমবার) রাত সাড়ে দশটার দিকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে উপ-অধিনায়ক মেজর মোঃ আশরাফুল হক, পিএসসি, জি এর নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ শাহীনুর চৌধুরী ও এএসপি মোঃ শহীদুল হক মুন্সীর সমন্বয়ে একটি আভিযানিক দল আভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ।

গ্রেফতারকৃতরা হলেন- পাবনার ফরিদপুর থানার চকচকিয়া গ্রামের মৃত বেলায়েত মোল্লার ছেলে শাকিল আকতার (৪৫) এবং গাইবান্ধার ফুলছড়ি থানার ভাষারপাড়া গ্রাতের মৃত আজিজুল হকের ছেলে মনিরুল হক মনির (৩৫)।

তাদের বিরুদ্ধে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে চাকরি দেওয়ার নামে তরুণদের কাছ থেকে ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

১০ এর উপ-অধিনায়ক মেজর মোঃ আশরাফুল হক বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে পাবনার ভবানীপুর এলাকার মোঃ আল-আমিন নামের এক তরুণকে এসআই পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৩১ লাখ টাকা

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ