সাভারে ভূমিকম্প ও অগ্নিসংযোগ বিষয়ক মহড়ায় ডাঃ এনাম

সাইফুর রহমান :  জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৯ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিসংযোগের বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডঃ মোঃ এনামুর রহমান এর অংশগ্রহণে মহড়া অনুষ্ঠিত হয়।

৬ মার্চ (বুধবার) সকাল ৯:৩০ মিনিটে সাভার নিউমার্কেটের সামনে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মাধ্যমে মহড়া বাস্তবায়িত হয়।

মহড়ায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ্ কামাল অনুষ্ঠানে উপস্থিত থাকে সার্বিক দিক নিদর্শনা দেন।

এসময়ে প্রতিমন্ত্রী উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে জানান, বর্তমান সরকার শহুরে দুর্যোগ মোকাবিলায় উল্লেখযোগ্য হারে স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও উদ্ধার সরঞ্জাম দিয়ে প্রস্তুত রেখেছে।

এছাড়াও তিনি উল্লেখ করেন, ভূমিকম্প ও অগ্নিকান্ড থেকে মানুষের জানমাল রক্ষা ও উদ্ধার কার্যক্রমের জন্য আধুনিক যন্ত্রপাতি ক্রয় করে ফায়ার সার্ভিস বিভাগ ও সশস্ত্রবাহিনী বিভাগের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।

তাই আমরা ভূমিকম্প সহ যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতন করার প্রচেষ্টা করছি। জনসচেতনতাই পারে দুর্যোগে ক্ষতগ্রস্থের সংখ্যা কমাতে।

এসময়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ সাভার পৌরসভা এবং সাভার নিউমার্কেট এর সহযোগিতায় মহড়াটি প্রানবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ