নির্মিত হবে রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট

প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকা: তৃণমূলে সংস্কৃতি চর্চা বিকাশ ও প্রসারে উপজেলা পর্যায়ে মাল্টিপারপাস হল নির্মাণ সহ রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। ,

৮ মার্চ (শুক্রবার) সকালে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে ইন্টারন্যাসনাল সেন্টার ফর বাংলা মিউজিক (ICBM)আয়োজিত দুইদিনব্যাপী “ICBM মেলা ২০১৯ উদ্বোধন“ অনুষ্ঠানে উদ্বোধকের বক্তৃতায় এসব কথা বলেন।

তাছাড়াও প্রতিমন্ত্রী জানান, খুব শীঘ্রই সকল প্রক্রিয়া সম্পন্নপূর্বক ঢাকাস্থ নজরুল ইনস্টিটিউট এর নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ICBM এর চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. লীনা তাপসী খান।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বলেন, সংগীত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীধারী পেশাদার শিল্পীদের একাডেমিক উচ্চমানে পৌঁছানোর জন্য এ সেন্টারটি প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে একাডেমিক ডিগ্রীধারীদের প্রায়োগিক দিক ও উচ্চ স্তরে পৌঁছানোর ক্ষেত্রে সেন্টারটি অনুঘটক হিসেবে কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন।

শুভেচ্ছা বক্তৃতা করেন ICBM এর মহাসচিব সাকিলুর রহমান সোহাগ।

পরে প্রতিমন্ত্রী ICBM এর ওয়েবসাইট, সিডি, জার্ণাল ও ডকুমেন্টারি‘র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ