র্যাবের অভিযানে পার পাচ্ছে না গাজা ব্যাবসায়ীরাও
সাইফুর রহমান, রাজধানী ঢাকার যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরানীগঞ্জ র্যাবের অভিযানে ৭৭০ পিস ইয়াবা ও ৪কেজি ৮০০ গ্রাম গাজাসহ ০৮ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০।
০৭ মার্চ (বৃহস্পতিবার) এর উপ-অধিনায়ক মেজর মোঃ আশরাফুল হক পিএসসি,জি এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর, পশ্চিম পাড়া এলাকা থেকে ৬৭৫ পিস ইয়াবা ও ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত আসামী ১। মোঃ নিজাম(৪৫) পিতা: মোঃ ইব্রাহিম, সাং+পোঃ-দোলেশ্বর পশ্চিম পাড়া, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা, ২। মোঃ মামুন শেখ (৪৬),পিতাঃ মৃত পিতাঃ মৃত সোহারব শেখ, পোঃ দোলেশ্বর পশ্চিম পাড়া, থানাঃ দক্ষিণ কেরানীগঞ্জ, জেলাঃ ঢাকা, ৩।মোঃ মেহেদী হাসান আশিক (১৯) পিতাঃ হারুন মাতব্বর, সাং-আন্দার মানিক, থানাঃ মেহেন্দীগঞ্জ, জেলাঃ বরিশাল, ৪। মোঃ জাকির হোসেন (২৮), পিতাঃ নুর ইসলাম, সাং- দক্ষিণ বাটামারা, পোস্টঃ বড় বাজার, থানাঃ বোরহানউদ্দিন, জেলাঃ ভোলা, ৫। মোঃ স্বাধীন মাহবুব সিজান (২০), পিতাঃ মো রহমতুল্লাহ, সাং+পোঃ দোলেশ্বর, থানাঃ দক্ষিণ কেরানীগঞ্জ, জেলাঃ ঢাকা বলে জানা যায়।
এ সময় তাদের নিকট হতে টি ১৬ মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ১,২১,৭৩০/- টাকা জব্দ করা হয়।
এছাড়া একইদিনে র্যাব-১০ সিপিএসসি এর স্কোয়াড কমান্ডার এএসপি মো: আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকা জেলার যাত্রাবাড়ী থানাধীন মৃধাবাড়ী হতে ১।মোঃ ইব্রাহিম মিয়া(৩৮), পিতাঃ আব্দুল আজিজ, সাং- মঙ্গলেরগাঁও, সোনারগাঁ, জেলাঃ নারায়ণগঞ্জ, ২। মোঃ সোহেল রানা, পিতাঃ আবু বক্কর তালুকদার, সাং- বড়ভাঙ্গা, থানাঃ ডেমরা, জেলাঃ ঢাকা, ৩। আফসানা খানম (৪২) স্বামী- ইব্রাহিম মিয়া, সাং- পশ্চিম পাড়া জিয়া সরণি, থানাঃ যাত্রাবাড়ী, জেলাঃ ঢাকা, কে ৯৫ পিস ইয়াবা ট্যাবলট, ০৫ মোবাইল, নগদ ১১,৭০০/- টাকা সহ আটক করে।
বর্ণিত আসামিদের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী এবং ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।