মন্ত্রিসভায় স্থান না পেয়ে অনেকটাই নিষ্ক্রিয় মতিয়া ও সাহারা

আনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১০ মার্চ, ২০১৯) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ার পর দলটির সভাপতি শেখ হাসিনা যে টানা তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী হচ্ছেন তাতে কোন অনিশ্চয়তা ছিলো না। প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় অনিশ্চয়তা ছিলেন না দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, সাহারা খাতুন এবং নুরুল ইসলাম নাহিদ। নিশ্চিত অনেক কিছুই কোন কোন সময়ে অনিশ্চিতই হয়ে যায়। এ ক্ষেত্রেও তাই ঘটলো। নতুন সরকারের মন্ত্রিসভায় এদেরমত আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতার স্থান হলো না।

একাদশ জাতীয় সংসদ নির্বাচেনে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, সাহারা খাতুন এবং নুরুল ইসলাম নাহিদ বিপুল ভোটে নির্বাচিত হন। সাহারা খাতুন ছাড়া বাকি চারজনই গত সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন। আর সাহারা খাতুন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রথম সরকারের স্বরাষ্ট্র এবং পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান না পেলেও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও মোহাম্মদ নাসিম সক্রিয় আছেন নিজ দলের নানা কার্যক্রমে। প্রায়ই আসেন ধানমন্ডির সভাপতির কার্যলয়ে। দেখা যায় কেন্দ্রীয় কার্যালয়েও। সংসদীয় কমিটি নিয়েও ব্যস্ত সময় অতিবাহিত করছেন তারা। তবে এই ক্ষেত্রে বিপরিত মেরুতে অবস্থান করছেন মতিয়া চৌধুরী এবং সাহারা খাতুন। মন্ত্রিসভায় স্থান না পেয়ে রাজনীতিতে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন তারা।
সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী এবং সাহারা খাতুন ক্ষমতাসীন আওয়ামী লীগের পরীক্ষিত এবং সাহসী নেতা। মন্ত্রিসভায়ও ছিলেন অত্যন্ত সৎ এবং পরিশ্রমী। রাজনৈতিক ক্যারিয়ারের মতই মন্ত্রণালয়ের কাজে-কর্মে কোন দাগ লাগতে দেননি। প্রধানমন্ত্রীর গুডবুকেও হয়তো তাদের নাম ছিলো। তবুও নতুন সরকারে পাওয়া হলো না দপ্তর।

নিষ্ক্রীয়তার বিষয়ে এ্যাডভোকেট সাহারা খাতুন দৈনিক জাগরণকে বলেন, ‘আমি রাজনীতিতে নিষ্ক্রীয় এটা মনে হয় ঠিক নয়। আমি আগের মতই আছি। আমরা সংসদ সদস্য অনেক। মন্ত্রণালয় মাত্র ৪০টির মত। মন্ত্রী হতে পারিনি, এ নিয়ে কোন দু:খবোধ নেই। তাছাড়া নতুনদেরও তো জায়গা দিতে হবে। আর সব শেষ কথা হলো- আমাদের নেত্রী প্রধানমন্ত্রী যা করছেন, তা দলের জন্যই করছেন, দেশের জন্যই করছেন। আমরা সবাই তার সঙ্গে আছি, দলের সঙ্গে আছি।’

এ বিষয়ে মতিয়া চেীধুরীর মোবাইলে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ