সম্মলিত প্রচেস্টায় মোকাবেলা হবে দুর্যোগ

সাইফুর রহমান : আমাদের সকলের সম্মেলিত প্রচেষ্ঠায় দুর্যোগ মোকাবেলা করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্ঠা এইচ টি ইমাম।

১০ মার্চ দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৯ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামালের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তবে একথা বলেন প্রধানমন্ত্রী’র এই উপদেষ্ঠা।

এইচ টি ইমাম বলেন, জনসংখ্যার কারণে বাংলাদেশ প্রকৃতিক দুর্যোগ, সাইক্লোন, ঘূণিঝড় হওয়ার প্রবণতা অনেক বেশি। বিশ্বের ১৭১টি যুকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৫ম তম স্থানে। দেশে অপরিকল্পিত নগরায়ণের কারণেও ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে অনেক ধরনের দুর্যোগ হচ্ছে। এই দুর্যোগের কারণে নানা ধরণের সমস্যার সম্মুক্ষিণ হতে হচ্ছে। তাই সকলে সম্মেলিত চেষ্ঠায় এই দুর্যোগ মোকাবেলা করতে হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর নেতৃত্বেই গঠিত হয় দুর্যোগ ব্যবস্থাপনার মূল কাঠামো। এছাড়াও ততকালীন সময়েই তিনি জলবায়ুর বিরুপ প্রতিক্রিয়ার কথা চিন্তা করে কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলে প্রচুর পরিমানে গাছ রোপন করেছিলেন। সে কারণেই বাংলাদেশ এখন বন্যা এবং ভূমিকম্প প্রতিরোধে এগিয়ে। তার ধারাবাহিকতায় আওয়ামীলীগ সরকার এই দুর্যোগকে গুরুত্ব দিয়ে বেরিবাঁধ নির্মান, কালবার্ড স্থাপনসহ নানা ধরণের পদক্ষেপ গ্রহণ করেছেন। দুর্যোগ মোকাবেলা করতে পূর্ব প্রস্তুতি সম্পর্কে মানুষকে নানা ভাবে সচেতন করছে।

এইচ টি ইমাম স্বেচ্ছাসেবকদের প্রসংসা করে বলেন, যে কোন প্রকৃতিক দুর্যোগসহ নানা ধরণের দুর্যোগেই স্বেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ আবদান রাখে। তাৎক্ষণিক সমস্যা মোকাবেলায় তারা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে। আগামীতে যে কোন ধরণের দুর্যোগ মোকাবেলায় পূর্বের ন্যায় কাজ করার জন্যও তাদের আহবান জানান।

এ সময় বিশেষ অতিথির বক্তবে ডাঃ এনামুর রহমান বলেন, দুর্যোগ মোকাবেলায় সরকারের সক্ষমতা জনগণকে জানানোর জন্য সারাদেশে একই সাথে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হচ্ছে। আওয়ামীলীগ সরকার দুর্যোগ মোকাবেলায় ব্যাপক প্রস্ততি নিয়েছে। আগামী অর্থ বছরে আমরা ২ লক্ষ ঘড় নির্মান করে বিতরণের মাধ্যমে গৃহহীনদের গৃহ সমস্যার সমাধান, ও সরকারের নির্বাচনী ইসতেহার বাস্তবায়ন করবো।

প্রতিমন্ত্রী তার বক্তব্যের শুরুতে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ্ কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন দায়িত্বের শুরুই মন্ত্রণালয় পরিচালনায় ভয় পেয়েছিলাম। কিন্তু তার আন্তরিকতা এবং দক্ষতায় যেকোন পরিস্থিতি খুব সহজেই উত্তরণ করা সম্ভাব হচ্ছে। আশাকরি তাকে সঙ্গে নিয়ে আগামীতে দুর্যোগ মোকাবেলায় সকল প্রস্তুতি সম্পন্ন করতে পারবো।

মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি তাজুল ইসলাম এমপি তার বক্তব্যে বিশ্ব সম্প্রদায়কে অভিযুক্ত করে বলেন, জলবায়ু বিপর্যয়ে উন্নত দেশগুলই বেশী দায়ী। কিন্তু উল্টো পরিবেশ বিপর্যয়ের জন্য আমাদের উপর বিভিন্ন শর্ত আরোপ করে।

আদতে আমাদের অগ্রগতিকে বাধা গ্রস্থ করার জন্যই তারা এসব করে থাকে বলে নিজেদের সর্তকর্তা অবলম্বন করতে হবে বলেও হুসিয়ারী প্রদান করেন।

এছাড়াও নদী ভাঙ্গন রোধে নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমস্যা সমাধানের ব্যবস্থার কথাও বলেন তাজুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এমপি বলেছেন, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্ব দরবারে রোল মডেলে পরিনত হয়েছে। আমি দাতা গোষ্ঠী কে জানিয়েছি আর মাত্র আগামী ১০ টি বছর তোমরা তোমাদের সাহায্য অব্যাহত রাখ। কথা দিচ্ছি আগামীতে আমরাও সবার পাশে দারানোর সক্ষমতা অর্জন করব।

তিনি ফায়ার সার্ভিসের কে দুর্যোগের ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মধ্যে অন্তভূক্ত করতেও সরকারের প্রতি আনুরোধ জানান।

অনুষ্ঠানের সভাপতি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল তার বক্তৃতায় সকলের বক্তব্য সাথে একমত পোষন করে বলেন, আমরা শুধু দুর্যোগের কাজই করছি না। আমারা আরো অনেক কাজ করছি।

চুড়ান্ত দুর্যোগগ্রস্থদের বর্তমানে১২% থেকে ৫% এ নিয়ে আসতে হবে বলে টার্গেট নিয়েছে সরকারের পক্ষ থেকে মন্ত্রণালয়।

আমরা শুধু অপরের কাছে হাতই পাতি না, বাংলাদেশ ইতিমধ্যে নেপাল, শ্রলংকা কেও দুর্যোগে সাহাজ্য করেছি।

আগামীতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্যোগ সহনশীল জাতি হব বলেও আশাবাদ ব্যক্ত করেছেন শাহ কামাল।

এদিকে রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের আহবানে ভবিষ্যৎতে এই অনুষ্ঠান রেড ক্রিসেন্টকে সঙ্গে নিয়ে করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন।

এছাড়াও আরো বক্তব্য রাখেন, ফায়ার সার্ভিস ও সিভিল সিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান, সশস্ত্র বাহিনী বিভাগ (এপস্ এন্ড প্লান)এর মহাপরিচালক ব্রগেডিয়ার জেনারেল মো. নূরুল আনোয়ার, ঘূর্ণিঝর প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)’র পরিচালক আহমাদুল হক, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোহসীন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে মহাপরিচালক আবু সৈয়দ মোহাম্মদ হাসিমসহ প্রমুখ।

অনুষ্ঠান শেষে সিপিপির স্বেচ্ছাসেবকদের মেডেল ও নগদ অর্থ, চিত্রাঅংকন প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট দিয়ে পুরষ্কৃত, দুর্যোগ ও ঘূণিঝড় মোকাবেলায় করণীয় বিষয়ক গান ও নাটিকা পরিবেশন কারা হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ