সাধারণ ক্ষমা বঞ্চিত, কঠোর অবস্থানে বিমান বন্দর

সাইফুর রহমান, সম্প্রতি চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন অস্রসহ স্কানার পার হওয়া এবং বিমান বন্দর কতৃপক্ষের সাধারণ ক্ষমায় পাল্টা-পাল্টি অভিযোগে কঠোর অবস্থানে বিমান বন্দর কতৃপক্ষ। তার আলোকেই একজন ইউপি চেয়ারম্যান সাধারণ ক্ষমা না পেয়ে হয়েছেন আটক।

১১ মার্চ (সোমবার) বিকালে যশোর যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ চৌধুরী। এসময়ে তার হ্যান্ড ব্যাগে থাকা পিস্তালের ও গুলির কথা বলতে ভুলে গিয়েছিল নিরাপত্তা কর্মীদের কাছে।

অভ্যন্তরীণ টার্মিনালে ঢোকার সময় চেকিং পয়েন্টে পৌঁছালে তার হ্যান্ড ব্যাগ স্ক্যান করার সময় বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা স্ক্যানিং মেশিনে একটি পিস্তলসহ ৭ রাউন্ড গুলি সনাক্ত করেন।

পূর্ব ঘোষণা ছাড়াই পিস্তল বহনের অভিযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, মাসুদ চৌধুরী ঢাকা থেকে যশোরগামী নভো এয়ারের একটি বিমানের যাত্রী ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিমান বন্দর কতৃপক্ষ পূর্ব ঘোষণা ছাড়াই অবৈধভাবে পিস্তল ও গুলি হ্যান্ড ব্যাগে বহনের অপরাধে মোহাম্মদ মাসুদ চৌধুরী কে পুলিশে সোপর্দ করেছে।

উল্লেখ্য যে, বিমানবন্দর সমূহের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ইতিপূর্বে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সকল যাত্রীকে পূর্ব ঘোষণা ছাড়া অস্ত্র বহন না করার জন্য অনুরোধ জানিয়ে জানিয়েছিল।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ