ক্রাইস্টচার্চ থেকে নিরাপদে দেশে ফিরলেন টাইগাররা

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৬ মার্চ) : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ভয়াবহ স্মৃতি পেছনে ফেলে নিরপাদে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।

শনিবার (১৬ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তারা। এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল হাসান পাপন, সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনসহ ক্রিকেট বোর্ডের কমৃকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে পৌঁছেই সাংবাদিকদের সাথে কথা বলেন মাহমুমুদুল্লাহ রিয়াদ। তবে তার চোখে মুখে হয়ত সেই স্মৃতি তখনও ভেসে উঠছিল। রিয়াদ বলেন, ‘আমি জানিনা কীভাবে শুরু করবো শুধু এতটুকু বলতে চাই, আমরা খুব ভাগ্যবান যে আমরা এই মুহূর্তে এখানে আছি এবং আপনাদের সবার দোয়ায় দেশবাসীর দোয়ায়, বাবা-মা পরিবার পরিজন সবার দোয়ায় আমরা এখন এখানে আছি। আমি এটা বর্ণনা করতে পারবনা যে আমরা এখন কিসের মধ্যে আছি। এটা কারোই কাম্য না। আমি এবং আমার টিমের কেউই সারা রাত ঘুমাতে পারিনি। যখন রুমের মধ্যে ছিলাম তখন এতটুকুই মনে হচ্ছিল আমরা কতটুকু ভাগ্যবান। নিউজিল্যান্ডের মতো দেশে এমন ঘটনা ঘটেছে এটা খুবই অপ্রত্যাশিত। দেশবাসীকে ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন যাতে এই মানসিক অবস্থা থেকে তাড়াতাড়ি বের হয়ে আসতে পারি। বিসিবিকে ধন্যবাদ আমাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ