উপজেলা পরিষদ নির্বাচন, পটুয়াখালির মির্জাগঞ্জে উঠান বৈঠকে হামলা, আটক ১

এবিসিনিউজবিডি, মির্জাগঞ্জ (পটুয়াখালী, ১৬ মার্চ ২০১৯) : উপজেলা পরিষদ নির্বাচনের (পঞ্চম ধাপ) আনুষ্ঠানিক প্রচারনার প্রথম দিনেই পটুয়াখালীর মির্জাগঞ্জে হামলার ঘটনা ঘটেছে। চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থীর উঠান বৈঠক চলাকালে নৌকা প্রার্থীর সমর্থকদের হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। হামলায় বিদ্রোহী প্রার্থীর ২ সমর্থক আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে সজীব হাওলাদার (২০) নামে নৌকার এক সমর্থককে আটক করেছে। উপজেলার ছৈলাবুনিয়া নামক স্থানে বৃহঃস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৩ জনকে নামীয় ও ২০/২৫ জন অজ্ঞাত নামা আসামী করে মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী (কাপ-পিরিচ প্রতীক) জানান, প্রতীক বরাদ্ধ পেয়ে নেতা কর্মী নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় গণসংযোগ শেষে ছৈলাবুনিয়ায় মোঃ বাবুল মল্লিকের বাড়ীতে একটি উঠান বৈঠকের আয়োজন করি। উঠান বৈঠক চলাকালে নৌকা প্রতীকের প্রার্থীর ২০/২৫ জনের একটি কর্মী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে উপস্থিত হয়ে হুমকী-ধামকী দেয় এবং হামলা চালায়। এ সময় আমার কর্মী সমর্থকরা ভীত সন্ত্রস্ত হয়ে ছোটাছুটি করে পার্শ¦বর্তী বিভিন্ন বাড়ীতে আশ্রয় নেয়,হামলায় মোঃ কাওসার হোসেন ও দেলোয়ার হোসেন ভূইয়া নামে আমার ২জন সমর্থক আহত হয়। এর মধ্যে মোঃ কাওসার হোসেনের মাথা ফেটে যায়। আহত কাওসার হোসেনকে মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সজিব হাওলাদার (২০) নামে একজনকে একটি জিআই পাইপসহ গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে নৌকা প্রতীক প্রার্থী গাজী মোঃ আতাহার উদ্দীন আহম্মেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নৌকার সমর্থকরা হামলা চালিয়েছে এমন অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ