প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন আবরারের বাবা-মা

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি (২২ মার্চ ২০১৯) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন সড়ক দুর্ঘটনায় নিহত বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরী ও মা ফরিদা ফাতেমী। শুক্রবার (২২ মার্চ) রাতে আবরারের পরিবারের সদস্যরা গণভবনে গেলে তাদের সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সাখাওয়াত মুন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরী ও মা ফরিদা ফাতেমী আজ রাত সোয়া ৮টার দিকে গণভবনে যান এবং সেখানে তারা প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। এসময় আবরারের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ও আবরারের ভাই।

প্রসঙ্গত, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের ছাত্র আবরার মঙ্গলবার (১৯ মার্চ) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কাছে নর্দ্দায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ