মাওয়ায় পারাপার প্রায় বন্ধ

maoa ferry close মাওয়া ফেরি পারাপার বন্ধরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পদ্মায় তীব্র স্রোতের কারণে ২৬টি যানবাহন নিয়ে মঙ্গলবার মধ্যরাত থেকে লৌহজং খালে আটকে আছে ফেরি টাপলু।

পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় রাজধানীর সঙ্গে দক্ষিণ জনপদের যোগাযোগ রক্ষাকারী মাওয়া-কাওড়াকান্দি নৌপথের ১৪টি ফেরির মধ্যে চালু আছে মাত্র একটি। ফলে দুই ঘাটে সৃষ্টি হয়েছে দীর্ঘ জট।

স্রোতের কারণে লঞ্চেও সীমিত আকারে যাত্রী পারাপার করতে হচ্ছে বলে জানিয়েছেন অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তারা।

মাওয়ায় বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সিরাজুল হক এবিসি নিউজ বিডিকে জানান, মঙ্গলবার রাতে কাওড়াকান্দি থেকে মাওয়া আসার পথে তীব্র স্রোতের মধ্যে পড়ে লৌহজং খালে ঢুকে পড়ে ফেরি টাপলু।

মাওয়া ঘাট থেকে প্রায় এক কিলোমিটার দূরে লৌহজং খাল থেকে ফেরিটি উদ্ধার করার জন্য দুটি টাগবোট পাঠানো হলেও বুধবার সকাল ১০টা পর্যন্ত সেটিকে ফিরিয়ে আনা যায়নি।

সিরাজুল হক জানান, তীব্র স্রোতের কারণে মাওয়া-কাওড়াকান্দি পথে কেবল রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন দিয়ে পারাপার চলছে। মাওয়ায় আরেকটি রো রো ফেরি থাকলেও ইঞ্জিনের ক্ষমতা কম হওয়ায় চালানোর ঝুঁকি নিচ্ছে না কর্তৃপক্ষ।

এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এই নৌপথে পারাপার প্রায় বন্ধ হতে বসেছে। দুই ঘাটে অর্ধসহস্রাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে গাড়ির লাইন।

এদিকে মঙ্গলবার রাতে পদ্মার আকস্মিক ভাঙনে মাওয়া লঞ্চঘাট এলাকার প্রায় ৪০ ফুট পাড় নদী গর্ভে বিলীন হয়ে গেছে।  ঝুঁকির মধ্যেও বিকল্প একটি সিঁড়ি দিয়ে লঞ্চে যাত্রী ওঠানামা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

তবে তীব্র স্রোতের মধ্যে কেবল শক্তিশালী ইঞ্জিনের কয়েকটি লঞ্চই চলাচল করতে পারছে। ট্রলার চলাচল এখন বন্ধপ্রায়। তবে স্পিডবোট চলছে বলে সিরাজুল হক জানান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ