গজলসম্রাট মেহেদি হাসানের কাছেই গান শিখেছিলেন শাহনাজ রহমতউল্লাহ

সাইফুর রহমান, এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ মার্চ ২০১৯) : দেশের বরেণ্য সংগীতশিল্পী শাহনাজ রহমতউল্লাহ গজলসম্রাট মেহেদি হাসানের কাছেই গান শিখেছিলেন।

বাংলাদেশের গানের জগতের নক্ষত্র ছিলেন শাহনাজ রহমতউল্লাহ। ১৯৫৩ সালে জন্মগ্রহণ করা এ শিল্পী ১০ বছর বয়স থেকেই গান শুরু করেন। প্রায় সেই বয়সেই গান করেন চলচ্চিত্র, টেলিভিশন আর বেতারে। খেলাঘর থেকে শুরু করা এ শিল্পীর কণ্ঠ শুরু থেকেই ছিল বেশ পরিণত। গজলসম্রাট মেহেদি হাসানের শিষ্য হয়েছিলেন তিনি।

বাংলাদেশের দেশাত্মবোধক গানের দিকটা ধরতে গেলে সবার আগেই চলে আসে শাহনাজ রহমতউল্লাহর নাম। তাঁর ভাই আনোয়ার পারভেজ ছিলেন সুরকার, তাঁর আরেক ভাই চিত্রনায়ক জাফর ইকবালও করতেন গান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ