বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (২৬ মার্চ) : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আরো উন্নতি হয়েছে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অবস্থা ক্রমান্নয়ে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার দীর্ঘ দিনের সহকারী, সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের টিপু। তিনি বলেছেন, আজ মঙ্গলবার (২৬ মার্চ) তাকে আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়েছে।
তথ্য কর্মকর্তা আবু নাসের এবিসিনিউজবিডিকে বলেন, ‘স্যারের শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। আইসিইউ থেকে দুপুরে কেবিনে নেয়া হয়েছে। আল্লাহর অশেষ রহমতে প্রতিদিনই উন্নতি হচ্ছে। চিকিৎসা সমন্বয়ক বিএমএমইউ’র প্রফেসর ডা. আবু নাসার বরাত দিয়ে তিনি বলেন, এভাবে উন্নতি হতে থাকলে ইনশাল্লাহ দ্রুতই তাকে আমরা সুস্থ করে দেশে ফিরিয়ে আনতে পারবো।’ ওবায়দুল কাদেরের প্রেসার এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে বলেও জানান আবু নাসের।
২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়।
গত ৩ মার্চ গভীর রাতে ওবায়দুল কাদের হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) নিয়ে যাওয়া হয়। এনজিওগ্রাম করার পর তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পরদিন বিকেলে উন্নত চিকিত্সার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেয়া হয়।