জামায়াত নেতা তাসনিমের বিচার শুরু

Tasmin jamat জামাত নেতা তাসনিমরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাষ্ট্রদ্রোহের মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনিম আলমসহ দুই নেতার বিচার শুরুর আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক বুধবার তাসনিম ও জামায়াত নেতা জসীমউদ্দিনের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ২৮ অক্টোবর দিন রেখেছেন বিচারক।

অভিযোগ গঠনের আগে দুই আসামিকে অভিযোগ পড়ে শোনানো হলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন।

অভিযোগ গঠনের শুনানির জন্য তাসনিমকে সকালে কারাগার থেকে আদালতে আনা হয়। আর জামিনে থাকা জসীমও আদালতে উপস্থিত হন।

গতবছর ১৭ ডিসেম্বর রাজধানীর উত্তরার বাসা থেকে সন্দেহভাজন হিসেবে তাসনিমকে গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব-১।

ওই বাসা থেকেই গ্রেপ্তার করা হয় জসীমকে। তাদের বিরুদ্ধে উত্তরা (পশ্চিম) থানার রাষ্ট্রদ্রোহের অভিযোগে এই মামলা করার পাশাপাশি আরো কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ