মাদ্রাসাছাত্রীকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনার ৩দিন পর মামলা

মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি (৯ এপ্রিল ২০১৯) : ফেনীর সোনাগাজীর ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনার ৩ দিন পর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে গতকাল (৮ এপ্রিল) সোমবার বিকেলে সোনাগাজী মডেল থানায় অজ্ঞাত ১১ জনকে আসামি করে মামলাটি করেন।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন এবিসিনিউজবিডিকে জানান, বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অজ্ঞাত বোরকাপরা মুখোশধারী ৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহ পুলিশ ৭ জনকে আটক করেছে। আটকরা হলেন— মাদ্রাসার প্রভাষক আফসার উদ্দিন, মাদ্রাসাছাত্র আরিফুল ইসলাম, মো. মোস্তফা, নুরুল আমিন, আলা উদ্দিন, সাইদুল ইসলাম, জসিম উদ্দিন, আফসার উদ্দিন।

ইতোমধ্যে অভিযুক্ত সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. সিরাজ উদদৌলাকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া নুসরাতের চিকিৎসা সহযোগিতার জন্য মাদ্রাসা তহবিল থেকে দুই লাখ টাকা অনুদানের সিদ্ধান্ত নেয়া হয়।

নুসরাত জাহান রাফির অবস্থা সংকটাপন্ন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

গত (৬ এপ্রিল) শনিবার সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষা দিতে গেলে কৌশলে নুসরাতকে ছাদে ডেকে নিয়ে গিয়ে গায়ে আগুন ধরিয়ে দেয় দুর্ব্ত্তৃরা।

এর আগে গত ২৭ মার্চ অধ্যক্ষের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন মেয়েটির মা। মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় ছাত্রীটির গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ