তিন সন্তানের জনক পোড়াল দ্বিতীয় স্ত্রীকে

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ভোলাঃ ভোলার তজুমদ্দিনে তিন সন্তানের জনকের বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রীকে অগ্নিদগ্ধ করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভুলাইকান্দি গ্রামে এ ঘটনায় আহত শিমুকে (১৮) ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিমু ও তার স্বামীর স্বজনরা জানান, দুবছর আগে তজুমদ্দিনের ভুলাইকান্দি গ্রামের তিন সন্তানের জনক সামছুদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে খুলনার রুপসার আবদুছ ছালামের মেয়ে শিমুর (১৮) পরিচয় হয়। এরপর তারা বিয়ে করেন।

দুই সপ্তাহ আগে শিমু তজুমদ্দিনে স্বামীর বাড়ি আসার পর জানতে পারেন তার আগের স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন শিমু সাংবাদিকদের বলেন, মঙ্গলবার গভীর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে সামছুদ্দিন আগুন লাগিয়ে দেন শিমুর গায়ে।

তার চিৎকারে এলাকার লোকজন এসে রাত ২টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসে।

ঘটনার পর থেকে শামসুদ্দিন পলাতক রয়েছেন বলে পরিবারের লোকজন জানান।

ভোলা সদর হাসপাতালের চিকিৎসক সামি আহমেদ জানান, শিমুর শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। এ রকম রোগীকে সাধারণত বাঁচানো যায় না।

রোগীর আত্মীয়-স্বজনকে জানানো হয়েছে ঢাকা নেয়ার জন্য, কারণ ভোলায় প্রাথমিক চিকিৎসা ছাড়া কিছু নেই।

হাসপাতালে শিমুর সঙ্গে আসা ননদ মাসুমা বিবি জানান, ঢাকায় নেয়ার অর্থ তাদের নেই।

তার ভাই সামছুদ্দিনের আগের স্ত্রী ও তিন সন্তান রয়েছে বলেও তিনি জানান।

হাসপাতালের বেডে শিমু খুব অস্পষ্টভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ