বিআরটিএ’র এর ভূয়া কাগজ তৈরী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০

মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (১২ এপ্রিল ২০১৯) : বিআরটিএ এর জাল ড্রাইভিং লাইসেন্স এবং নকল ডিজিটাল নাম্বার প্লেট তৈরী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) ১০ এর একটি দল। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর কয়েকটি স্থানে অভিযান চালিয়ে এই মূল হোতাদের গ্রেপ্তার করা হয়। এরা দীর্ঘ দিন ধরে বিআরটিএ’র জাল ড্রাইভিং লাইসেন্স এবং নকল ডিজিটাল নাম্বার প্লেট সরবরাহ করার পাশাপাশি গাড়ি চুরি চক্রদের মদদ দিতো বলে র‌্যাব জানিয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাতে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মোঃ আশরাফুল হকের নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে জালিয়াতি ও প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদের নাম- ওয়ালিদ হাসান (৩৪), পিতা মৃত শাহাবুদ্দিন, সাং- পশ্চিম সোহাগ দল, থানা- নেছারাবাদ, জেলা- পিরোজপুর, কোয়েল (৩৬), পিতা মোঃ জরিপ হোসেন, সাং- হাসনাবাদ মোকামপাড়া, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, সোহেল (৩০), পিতা আব্দুল কাইয়ুম, সাং- হাসনাবাদ মোকামপাড়া, থানা- বিআরটিএ রোড, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা, মোঃ হাফিজুল ইসলাম (৪২), পিতা মোঃ আবুল হোসেন, সাং- গোয়াল ডাঙ্গা, থানা- আশাশুনি, জেলা- সাতক্ষীরা এবং তাজুল ইসলাম (৪৭), পিতা মৃত আবছার উদ্দিন, সাং- কেওঢালা, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ বলে জানা যায়।

ধৃত আসামীদের নিকট হতে বিআরটিএ এর ভূয়া লাইসেন্স, নম্বর প্লেট, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্সটোকেনসহ বিভিন্ন বীমা কোম্পানীর ইনসুরেন্স তৈরীর কাজে ব্যবহৃত মনিটর ০৩টি, সিপিইউ ০২টি, ০২টি প্রিন্টার, ০২টি পেনড্রাইভ, ০১টি কি-বোর্ড, চেক বই ০১টি, গাড়ির নম্বর প্লেট ০২টি, বিভিন্ন ধরনের সীল ৩৫টি, মানি রিসিট ১৭টি, নর্দান ইনসুরেন্স সনদ – ১৫০টি, রোড পারমিট – ৬০টি, রেজিষ্ট্রেশন সনদপত্র – ৪৫টি, ফিটনেট সনদপত্র -৬৫টি, ট্যাক্স টোকেন ৩৫টি, ড্রাইভিং লাইন্সেস ০২ টি, ডিজিটাল রেজিষ্ট্রেশন সনদপত্র কার্ড-০১টি, মোবাইল ফোন ০৮টি ও নগদ-১৮,৫০০/- টাকা জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি প্রতারণা ও জালিয়াতি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ