উবারের গাড়ি ভাড়া নিয়ে ফেনসিডিল পাচার
মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ফেনী থেকে (১৯ এপ্রিল ২০১৯) : অন্যের প্রাইভেটকার ভাড়ায় নিয়ে ফেনসিডিলের চালান নিয়ে ঢাকায় ঢুকছিলেন তিন মাদকব্যবসায়ী। সাভারের হেয়ায়েতপুরে র্যাবের উপস্থিতি টের পেয়ে দ্রুতগতিতে প্রাইভেটকার চালিয়ে চেকপোস্ট ওভারটেক করেন চালক মাদকব্যবসায়ী আলম মিয়া।
দ্রুতগতির কারণে ৪টি সিএনজি ও ৫/৬টি রিকশাকেও ধাক্কা দিয়ে চলে যায়। তবে শেষ রক্ষা হয়নি। রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন তালতলা এলাকায় গোলাগুলি পর র্যাবের হাতে ধরা পড়েন আলম মিয়া।
র্যাব-২ বলছে, আলম মিয়া পেশাদার মাদকব্যবসায়ী। অ্যাপভিত্তিক পরিবহনসেবা উবারের গাড়ি ভাড়ায় নিয়ে তিনি ইয়াবা ও ফেনসিডিলের চালান কাঙ্ক্ষিত গন্তব্যে পাঠিয়ে আসছিলেন।
র্যাব-২ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, আমাদের কাছে গোপন তথ্য ছিল সকালে ফেনসিডিলের বড় একটি চালান ঢাকায় ঢুকবে। ওই খবরে আমরা রাজধানীর পৃথক তিনটি স্থানে চেকপোস্ট বসায়। সকাল ৯টার দিকে ওই প্রাইভেটকার সাভারের হেমায়েতপুরে পৌঁছলে চেকপোস্ট দেখতে পেয়ে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে বেরিয়ে যায়। এ সময় এ বি সিদ্দিক নামে এক র্যাব সদস্য আহত হন।