জায়ানের মরদেহ আসবে দুপুরে, বিকেলে বনানীতে জানাযা

সাইফুর রহমান, সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ এপ্রিল ২০১৯) : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর নামাজে জানাযা আগামী কাল বুধবার (২৪ এপ্রিল) বিকেল সারে ৪টায় রাজধানীর বনানী ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। এর আগে দুপুরেই জায়ান চৌধুরীর মরদেহ ঢাকায় নিয়ে আসা হবে। জানাযার পর বনানীর কবরস্থানে তাকে সমাহিত করা হবে। পারিবারিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জায়ানের মরদেহ দেশে আনতে এই মুহূর্তে শ্রীলঙ্কায় অবস্থান করছেন শেখ সেলিমের স্ত্রী এবং দুই ছেলে শেখ ফজলে ফাহিম ও শেখ ফজলে নাঈম। শেখ ফাহিম প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে ব্রুনাই গিয়েছিলেন। সেখান থেকে শ্রীলঙ্কা গেছেন। আর শেখ নাইম তার মাকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কা পৌঁছাছেন।

জামাতা মশিউল হক চৌধুরী সপরিবারে কলম্বোতে ঘুরতে গিয়েছিলেন। সেখানে জায়ান চৌধুরী সোমবার শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণে নিহত হন।

মশিউল হক চৌধুরী কলম্বোর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এখনই তাকে দেশে আনা সম্ভব হচ্ছে না। জায়ানের মৃত্যুর খবর তার মা শেখ আমেনা সুলতানা সোনিয়াকে এখনও জানানো হয়নি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ