শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় ৪৫ শিশু নিহত

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, কলম্বো থেকে (২৪ এপ্রিল, ২০১৯) : শ্রীলঙ্কায় রোববারের আত্মঘাতী বোমা হামলায় ৩২১ জনেরও বেশি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে মঙ্গলবার।

এ হামলায় নিহতদের মধ্যে কমপক্ষে ৪৫ শিশু রয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে জাতিসংঘ।

ইউনিসেফের মুখপাত্র ক্রিস্তফ বুলিয়েরাক জেনভায় সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত মোট ৪৫ শিশুর মৃত্যুর কথা জানা গেছে।’

এই সময় তিনি আহত শিশুদের কথা বিশেষভাবে উল্লেখ করেন। বলেন, ‘এই শিশুরা এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে।’

এই বিবৃতি থেকে ধারণা করা হচ্ছে, রোববার হামলায় মৃত শিশুর সংখ্যা আরও বাড়তে পারে।

নিহতদের মধ্যে বাংলাদেশের এক শিশুও রয়েছে। তার নাম জায়ান চৌধুরী। সে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি।

শেখ সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স, দুই ছেলে জায়ান ও জোহান চৌধুরীকে নিয়ে বেড়াতে গিয়ে হামলার শিকার একটি পাঁচ তারকা হোটেলে উঠেছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ