র‌্যাব-৬ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন বনদস্যু নিহত

নিজস্ব প্রতিবেদক :     বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া এলাকায় র‌্যাব-৬ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন বনদস্যু নিহত হয়েছেন।

সোমবার সকাল ৭টার দিকে সন্দুরবনে র‌্যাব সদস্যরা টহল দিতে গেলে তাদের ওপর দস্যুবাহিনী গুলি চালায়।

এরপরে র‌্যাবও পাল্টা গুলি করলে এ হতাহতের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ৪টি আগ্নেয়াস্ত্র, কয়েক রাউন্ড গুলি ও বনদস্যুদের ব্যবহৃত একটি ট্রলার উদ্ধার করেছে র‌্যাব।

বন্দুকযুদ্ধে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে র‌্যাব দাবি করেছে।

খুলনা র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর মো. শামীম সরকার জানান, সোমবার সুন্দরবনের ওই এলাকায় র‌্যাবের একটি দল টহল দিতে গেলে বনদস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে।

তিনি বলেন, একপর্যায়ে বনে তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় ওই বনদস্যুদের উদ্ধার করে হাসপাতালে আনার পথে তাদের মৃত্যু হয়।

নিহত বনদস্যুদের নাম ঠিকানা জানা যায়নি। তাদের লাশ ও ব্যবহৃত অস্ত্র মোংলা থানায় হস্তান্তর করা হবে বলে র‌্যাবের ওই কর্মকর্তা জানান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ