মেয়র আতিকের পাবলিক টয়লেটের প্রশংসা এবং বিরুপ মন্তব্য
সাইফুর রহমান : ঢাকা শহরে সিটি করপোরেশনের তত্বাবধান করা পাবলিক টয়লেটগুলোর বেশিরভাগই এখন ফাইভ স্টার হোটেলের মতো বলে মন্তব্য করেছিলেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে ডিএনসিসি মেয়র এ মন্তব্য করেন।
আতিকুল ইসলাম বলেন, আমাদের শহরের অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর পাবলিক টয়লেট হয়েছে। এসব পাবলিক টয়লেট দেখলে মনে হয় ফাইভ স্টার হোটেলের মতো। ফাইভ স্টার হোটেলের পাবলিক টয়লেটের সঙ্গে এগুলোর খুব একটা পার্থক্য নেই। পাবলিক টয়লেটগুলোর পরিবেশ সুন্দর, টিস্যু বক্স আছে, প্রতিবন্ধীদের জন্য ব্যবস্থা আছে। সবকিছু মিলিয়ে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এসব টয়লেট।
ডিএনসিসি মেয়র বলেন, ‘আমরা ইতিমধ্যেই ৫৩টি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণের কাজ শুরু করেছি। এর মধ্যে গাবতলী বাস টার্মিনাল, শ্যামলী, তেজগাঁও ফার্মগেট, বাংলামোটর, পান্থকুঞ্জা পার্ক, মানিকনগর, ওসমানী উদ্যান, মুক্তাঙ্গন, বাহাদুর শাহ পার্ক, লালবাগ ,সায়েদাবাদ বাস টার্মিনাল, বাড্ডা ,মহাখালী ,মিরপুর ১২ ,ও উত্তরা আজমপুর বাস স্ট্যান্ডসহ ১৮টির কাজ শেষ হয়েছে। এগুলো এখন রাজধানীবাসীরা ব্যবহার করছে।
মেয়র আতিকুল ইসলামের এমন বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম আরৈাচনা সমালোচনা হয়। তবে অনেকেই মেয়রের দেয়া এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। নগরবাসীরা মনে করেন, সিটি করপোরেশনের তত্বাবধান করা এসব পাবলিক টয়লেট সত্যি প্রশংসার দাবী রাখে।
এনিয়ে রীতিমত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মেয়রের করা মন্তব্যকে বিস্তারিত উল্লেখ না করে ট্রল করায় তাদের প্রতি নিন্দার ঝড় উঠেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইয়াসিন আজাদ নামে একজনের স্টাটাসটি ঠিক হুবাহু তুলে ধরা হল,
দেশের খবিশগুলো যেমন খবিশদের ফ্যানগুলাও তেমন !
মেয়র আতিকুল বলেছিল পাবলিক টয়লেটগুলো দেখতে ফাইভ স্টার হোটেলের টয়লেটের মত। সেটাকে কেটে ছেঁটে বানানো হলো “পাবলিক টয়লেটগুলো ফাইভ স্টার হোটেলের মত” কি সাংঘাতিক !!!!
অনেককেই দেখলাম মেয়র সাবকে ওয়াশ করতেছে 😀
মেয়র সাব যে ভুল কিছু বলে নাই তার কয়েকটি চিত্র দিলাম। দেখে নিজেদের ভুল শুধরে নিন।
রাসেল নামের আরেকজন মন্তব্য করেছেন,
রাস্তার পাশে টয়লেট করা মানুষগুলো কে জাতে ওঠালে যেমন হয়। যেখানে পুরো ঢাকা শহরে পাবলিক টয়লট খুঁজে পাওয়া ছিলো দুষ্কর সেখানে এমন সুন্দর ব্যবস্থা করার পরও যদি সমালোচনা হয় তা অতি দুঃখজনক।
সেলিম সরকার নামের আরেকজন দুঃখ প্রকাশ করে বলেন, এ দেশে ভালো কিছু হবে কি করে। সত্যি এ রকম টয়লেট আমরা কখন ও চিন্তা ও করেনি। সত্যি পাবলিক টয়লেট পরিস্কার ও পরিবেশ দেখতে ফাইভ স্টার হোটেলের মতন ই যারা যাননি প্লিজ একবার যাবেন তাহলে আপনারা সত্যি অবাক হবেন। না দেখে সমালোচনা করা ঠিক না। ভাল কিছু ভালো কাজকে উৎসাহ দেন। পরিবর্তন আসবেই।