ইচ্ছাগন থিয়েটার ৯ম প্রযোজনা নাটক ” ধংস “
ইখতিয়ার উদ্দিন ফরহাদ : ২৮ এপ্রিল রবিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলী রোডে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হয় নাটক ” ধংস” নাটকটি ইচ্ছাগন থিয়েটারের ৯ম প্রযোজনা ৷
নাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন জান্নাত আরা বাসনা ৷
নাটকের গল্প প্রসঙ্গে নির্দেশক জান্নাত আরা বাসনা জানান, বর্তমান সমাজকে মাদক থেকে দূরে রাখা জন্য একটি বাস্তবমূখী নাটক ধংস, সমাজে ভদ্র বেসে লুকিয়ে থাকা মাদক ব্যবসায়ীদের কাহিনী রয়েছে নাটকটিতে ৷ তিনি বলেন বর্তমান যুব সমাজকে নাটিকমুখী করা তার লক্ষ ৷ আর তিনি ও তার নাট্য সংগঠন ইচ্ছাগন থিয়েটার এই কাজ করে যাচ্ছেন ৷
উদ্বোধনী মঞ্চায়নের পূর্বে ওই দিন সাড়ে ৬টায় মাদক বিরোধী ও প্রতিরোধ শীর্ষক আলোচনা আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রমনা ও হাতিরঝিল আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোখলেছুর রহমান ৷
নাটকটিতে আরও অভিনয় করেছেন কর আইনজীবী ওয়াহিদুজ্জামান চঞ্চল ৷
ওয়াহিদুজ্জামান বলেন , যারা উপস্থিত থেকে আমাদের উৎসাহ দিয়েছেন তাদের প্রতি বিশেষ ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ৷