সনদ স্থগিত ৪৭ হাজার মুক্তিযোদ্ধার

আনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি (১০ মে ২০১৯) : প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ (বামুস) কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাময়িক সনদ আপাতত স্থগিত করা হয়েছে। ৪৭ হাজার ‘মুক্তিযোদ্ধা’র এ সনদ রয়েছে। ফলে তাঁদের ভাতাও স্থগিত হচ্ছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় চারটি মানদণ্ড নির্ধারণ করে বলেছে, অন্তত একটি মানদণ্ডে নাম না থাকলে কোনো ব্যক্তি মুক্তিযোদ্ধা বলে গণ্য হবেন না। এই চার মানদণ্ড হলো ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা, বেসামরিক গেজেট ও বাহিনীর গেজেট। এই চারটির অন্তত একটিতে নাম থাকলে তা ৩০ জুনের মধ্যে আবেদন করে মন্ত্রণালয়কে জানাতে হবে।

আবার মহানগর বা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি যাঁদের নাম মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দিয়েছে বা যাঁরা ভুয়া মুক্তিযোদ্ধা বলে প্রমাণিত হয়েছেন, তাঁদের সম্মানী ভাতাও স্থগিত করা হয়েছে। কিন্তু তাঁদের কারও নাম যদি চারটি মানদণ্ডের একটিতে থাকে, তবে তিনি পুনরায় আবেদন করতে পারবেন।

সব ইউএনওকে ৩০ জুনের মধ্যে এসব আবেদন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আবেদন পরীক্ষা করবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ বিষয়ে এবিসিনিউজবিডিকে বলেন, তদন্ত ও প্রমাণ ছাড়া যাঁদের মুক্তিযোদ্ধা সনদ দেওয়া হয়েছে, তাঁদের সবার ভাতা স্থগিত থাকবে। কোনো প্রামাণিক দলিল ছাড়া কাউকে ভাতা দেওয়া হবে না।

প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত সনদ স্থগিতের বিষয়ে মন্ত্রী বলেন, ‘এ সনদ খুব সহজ প্রক্রিয়ায় দেওয়া হয়েছে। ফলে অনেকেই জালিয়াতির আশ্রয় নিয়েছেন। কেউ কেউ প্রধানমন্ত্রীর সই স্ক্যান করে সনদ জাল করেছেন। তাই পুনরায় যাচাই-বাছাই করার সিদ্ধান্ত হয়েছে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ