ডেরা থেকে ১৩ জিম্মি উদ্ধার, ২০ প্রতারক আটক
সাইফুর রহমান, জ্যেষ্ঠ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, গাজীপুর (১০ মে ২০১৯) : গাজীপুরে লাইফওয়ে বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেড নামে এমএলএম কোম্পানির ডেরা থেকে ১৩ জিম্মিকে উদ্ধার করেছে র্যাব।
এ সময় ওই কোম্পানির নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ২০ সদস্যকে আটক করে র্যাব-১।
শুক্রবার (১০ মে) বিকেলে র্যাব-১ এর স্পেশালাইজ গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন সাংবাদিকদের এসব তথ্য দেন।
র্যাব কর্মকর্তা মামুন জানান, এমএলএম কোম্পানির সংঘবদ্ধ প্রতারক চক্র ১৩ জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে গাজীপুরের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তার সিয়াম সিএনজি ফিলিংস্টেশন এলাকায় তাদের জিম্মি করে রেখেছে— এমন গোপন খবরে অভিযান চালানো হয়।
র্যাব সদস্যরা ওই এলাকার হাফিজুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ২০ সদস্যকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যে ওই বাড়ির দুটি গোপন কক্ষ থেকে ১৩ জিম্মিকে উদ্ধার করা হয়।
অভিযানে আটকদের কাছ থেকে ৭ হাজার ৬০ টাকা ও ১৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে প্রতারকরা জানিয়েছেন, তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় লাইফওয়ে বাংলাদেশ (প্রা.) লিমিটেডে চাকরি দেয়ার নামে শিক্ষিত যুবকদের বন্দি করে তাদের পরিবারের কাছ থেকে অভিনব কায়দায় কোটি কোটি টাকা হাতিয়ে আসছিল। বৃহস্পতিবার রাতে এমন চক্রের ২০ জনকে আটক করা হয়েছে।
আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তা মামুন।