রূপপুর দুর্নীতি, আলোচিত সেই নির্বাহী প্রকৌশলী প্রত্যাহার
সাইফুর রহমান, সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,ঢাকা (২২ মে ২০১৯) : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দূর্নীতির মধ্যমনি আলেচিত নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে গ্রিন সিটি প্রকল্পের আসবাবপত্র কেনা ও ফ্ল্যাটে ওঠানোয় অনিয়মের অভিযোগ উত্থাপিত হয়েছে। বিশেষ করে বালিশসহ কেনা-কাটায় অর্থ আত্মসাতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপার চলছে।
আজ বুধবার (২২ মে) সন্ধ্যায় তাকে প্রত্যাহার করা হয় বলে পূর্ত মন্ত্রলণালয়ে সচিব মো. শহিদুল্লাহ খন্দকার এবিসিনিউজবিডিকে জানিয়েছেন।
নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে গত রোববার দুটি কমিটি গঠন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ওই দিন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এবং গণপূর্ত অধিদফতর থেকে একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নেতৃত্বে পৃথক এ কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠানের সব ধরনের বিল বন্ধ রাখার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে। এমএএম/..