“হাসি” সংগঠনটি মুহূর্তেই হাসি ফোটালো শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মুখে
প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ “হাসি” সংগঠনের আয়োজনে, রাজধানী ঢাকার বড় মগবাজারের ‘ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের অডিটরিয়ামে মা দিবস ও ঈদুল ফিতরের উপলক্ষে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয়েছে।
সম্প্রতি ঢাকা কমিউনিটি হাসপাতল ট্রাষ্ট ও কমিউনিটি ইনেশিয়েটিভ সোসাইটি বাংলাদেশ ও প্যারাডাইস সুইটস এবং “হাসি” সংগঠনের সকল সদস্য বৃন্দের সহযোগিতায় আয়োজনটি সম্পন্ন হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: প্রফেসর কাজী কামরুজ্জামান-চেয়ারম্যান, ডিসিএইচটি, জনাব অধ্যাপক ডাঃ মোঃ রিয়াজুল হক-অধ্যক্ষ ডিসিএমসি, জনাব গোলাম মোস্তফা এবং বাবু বিশ্বনাথ ওঝা।“
এদিকে “হাসি” সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক পিরোজপুরের সন্তান বাবু নয়ন ওঝা দেশবাশির কাছে অনুরোধ জানিয়েছেন নিজ নিজ অবস্থান থেকেই দেশের জন্য কাজ করতে হবে, দেশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।
“হাসি” সংগঠনের কাজ হলো সুবিধা বঞ্চিতল শিশুদের শিক্ষা সামগ্রী ও মাসে অন্তত একবার পুষ্টিকর খাবার এবং স্বাস্থ্য বিষয়ক কাউন্সিলিং
সেবা প্রদান, দরিদ্র গর্ভবতী মা দের পুষ্টিকর খাবার ও নিরাপদ প্রসব সেবা প্রদান এবং পথ বৃদ্ধাদের চিকিৎসা ও ঔষধ প্রদান।