র্যাব ১০ এর হাতে মাদক কারবারিসহ ছিনতাইকারী আটক
সাইফুর রহমান, রাজধানীর চকবাজার এলাকা থেকে ইয়াবাসহ ০৮ মাদক ব্যবসায়ী, ডেমরা থেকে সিএনজি চুরি চক্রের ০২ সদস্য এবং সদরঘাট হতে ছিনতাইকারী চক্রের ০৯ সদস্যকে র্যাব-১০ এর বিশেষ অভিযানে আটক করা হয়েছে।
০৪ আগষ্ট রবিবার উপ-অধিনায়ক মেজর মোঃ আশরাফুল হক এর নেতৃত্বে একটি আভিযানিক দল রাজধানীর কোতয়ালী থানাধীন সদরঘাট এলাকায় এবং চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের ০৯ সদস্য ও ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২৫,১৪০/- টাকাসহ ০৫ মাদক ব্যবসায়ীকে আটক করেন।
এসময়ে ছিনতাইকারী চক্রের কাছে ছিনতাইয়ে ব্যবহৃত ০৯ টি চাকু, ১০ টি ব্লেড, ০৩টি মোবাইল ফোন ও নগদ ৬৩০/- টাকা জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় তারা দীর্ঘদিন ধরে বাদামতলী, ইসলামপুর, সদরঘাটসহ আশপাশ এলাকায় পথচারীদের নিকট হতে টাকা, ল্যাপটপ,মোবাইল ফোন, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল চুরি ও ছিনতাই করে আসছে।
এদিকে একইদিনে কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক আলী রেজা রাব্বি এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে ডেমরা এলাকায় অভিযান পরিচালনা করে সিএনজি চোর চক্রের ২ সদস্যকে চুরি কৃত১টি সিএনজিও ৪টি মোবাইলসহ আটক করেন।
ধৃত সকল আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।