চামড়া ব্যবসায় সিন্ডিকেটের কারসাজি হয়ে থাকলে ব্যবস্থা নেয়া হবে : সেতুমন্ত্রী
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৪ আগস্ট) : চামড়া ব্যবসায় ভয়াবহ ধ্বস নেমে আসার বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটি মহল সব সময়ে সিন্ডিকেট করে ব্যবসার সুষ্ঠু পরিবেশ ব্যহত করার চেষ্টা করেন। চামড়া ব্যবসায় ধ্বস নামার পেছনে আসলে কারা জড়িত বিষয়টি আমি জানি না। যদি সিন্ডিকেটের কারসাজি হয়ে থাকে, তবে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে। এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক ছিলো না বলেও জানিয়েছেন তিনি।
আজ বুধবার (১৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ঈদউত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এবারের ঈদুল আযহার ছিটিতে বাড়ি ফেরা মানুষদের বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহা-সড়কে যাত্রা মোটেই স্বস্তিদায়ক ছিলো না।
ওবায়দুল কাদের বলেন, বন্যা ও অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত অন্য সড়কগুলোও নির্ধারিত সময়ে ঠিক না হওয়ায় ঈদ যাত্রায় মানুষদের কষ্ট হয়েছে। এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় এর দায় আমাকে নিতেই হবে।
আগামীতে আর যাতে সড়কে যাত্রীদের এমন সমস্যায় পড়তে না হয়, সেই উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।