৭২ ঘন্টায় র্যাব-১০ এর অভিযানে আটক ১৮
সাইফুর রহমান: বিশেষ অভিযানে রাজধানী ঢাকার কেরানীগঞ্জ ,দক্ষিণ কেরানীগঞ্জ, ডেমরা, বনানী,শ্যামপুর,কাফরুল, মহাখালী, মোহাম্মদপুর ও হাতিরঝিল থেকে বিভিন্ন মাদকসহ ছিনতাইকারী, মাদক কারবারি, পালাতক হত্যা মামলার আসামি এবং অস্রসহ অস্রধারীকে আটক করেছে র্যাব-১০।
২৬ আগস্ট থেকে ২৮ আগস্ট প্রর্জন্ত এই ৭২ ঘন্টা এই বিশেষ অভিযানগুল পরিচালিত হয়েছে যথাক্রমে র্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ,মেজর মোহাম্মদ আনিসুজ্জামান, সিনিয়র সহকারী পরিচালক আলী রেজা রাব্বী ও স্কোয়াড কমান্ডার এএসপি আসাদুজ্জামানসহ উপ-অধিনায়ক মেজর মোঃ আশরাফুল হক এর নেতৃত্বে।
এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, ১২টি মোবাইল ফোন, ৫৭ ক্যান বিয়ার, সিএনজি ১টি , মোটরসাইকেল ১টি, ইয়াবা ১০০১ পিস এবং ৩ ছিনতাইকারীসহ আটক ১৮ জন অপরাধী।
কেরানীগঞ্জ এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ০৩ সদস্যকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদের নাম ১। মোঃ কাওসার হোসেন(২৮),পিতা- মোঃ মহসীন হোসেন সাং-জিনজিরা হুক্কাপট্টি, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা -ঢাকা, ২। মোঃ রাব্বি(২০), পিতাঃ মোঃ নূরইসলাম, সাং-জিনজিরা, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, ৩। মোঃ বেল্লাল হোসেন (২৭), পিতা- মৃত মোমিন হোসেন,সাং-বোরহানীবাগ, থানা-কেরানীগঞ্জ, জেলা-ঢাকা বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে ০২ টি চাকু ও ০১ টি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।
২৮ তারিখে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ৬৭৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আলী আকবর(৩৪), নামের এই মাদক কারবারি কে আটক করেন। পিতা-মোঃ শাহজাহান গাজী, সাং-ড্যামা গুইসাখালী, থানা-বরগুনা সদর, জেলা-বরগুনা।এসময় তার নিকট থেকে ০১টি মোটরসাইকেল, ০১ টি মোবাইল ফোন সহ নগদ ৬,৪০০/- টাকা জব্দ করা হয়।
এছাড়াও একই দিন ডেমরা এলাকা হতে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আমিনুল ইসলাম(২০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তার পিতার নাম, পিতা-মোঃ মাজহারুল ইসলাম, সাং-ছনপাড়া (বটতলা), থানা-রূপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। এসময় তার নিকট থেকে ০২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এর পূর্বে গত ২৭ তারিখ বনানী এলাকায় ৫৬ ক্যান বিয়ারসহ আটক করা হয় এই মোঃ সোহেল রানা (২৪) নামের মাদক ব্যবসায়ীকে। পিতা- মোঃ শহীদ খান,সাং- উগলা,থানা- পূর্বাধলা,জেলা- নেত্রকোনা বলে জানা যায়।
এছাড়াও একই দিনে, শ্যামপুর এলাকা হতে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৪ টি মোবাইল ফোনসহ ১। মোঃ শান্ত(২৮), পিতা-মোঃ বাবুল, সাং- এস কে দাস রোড়, গেন্ডারিয়া, ডিএমপি, ঢাকা, ২। মোঃ রিয়াজ(২৫), পিতা-মোঃ জানে আলম, সাং-পশ্চিম বুরদিয়া, থানা- লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ নামে ০২ মাদক ব্যবসায়ীকে আটক করেন। এবং মোহাম্মদপুর এলাকা হতে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক হয়, ১। মোঃরাকিব হোসেন (২৩) পিতা- মোঃ , মাতা-রাশেদা বেগম, সাং- গোপালপুর, থানা-ডাসার, জেলা- মাদারীপুর, ২। মোঃরকিব হোসেন (২২) পিতা- বাদশাব্যাপারী, মাতা- রিনা বেগম, সাং-মিনাজদি, থানা-কালকিনি, জেলা- মাদারীপুর নামে ০২ মাদক ব্যবসায়ী। এসময় ০৩ টি মোবাইল ফোন ও নগদ ১১,০০/- টাকা জব্দ করা হয়।
এছাড়াও ঐ দিন হাতিরঝিল এলাকা হতে ১০ ক্যান বিয়ার ও ১২,২০০/- টাকাসহ ১। মারুফকবির (৩০), পিতা-মৃত শাহানুজ্জামান তালুকদার, সাং- আটপাড়া, থানা- আটপাড়া, জেলা- নেত্রকোনা, ২। মোঃআমিনুলইসলাম (২২), পিতা- মৃত মোস্তফাকামাল, সাং- আটপাড়া ব্রজেরবাজার, থানা-আটপাড়া, জেলা- নেত্রকোনা নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন।
এরই ধারাবাহিকতায় ২৮ তারিখে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় একটি বিদেশি পিস্তলসহ আটক হয়, মোঃ আল আমিন(২৭), পিতা- মৃত ইয়াজুল হক,সাং- ইকুরিয়া,থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা বলে জানা যায়।এসময় তার নিকট থেকে ১ ম্যাগাজিন ও ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় ধৃত আসামি একজন সংঘবদ্ধ সন্ত্রাসী দলের সদস্য। ধৃত আসামি অবৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে ভীতি সঞ্চারের মাধ্যমে তার সন্ত্রাসী কার্য়ক্রম পরিচালনা করত।
একইদিনে কাফরুল থানাধীন মহাখালী এলাকা হতে ৪৭ ক্যান বিয়ারসহ ০৪ জনকে আটক করেন। আটককৃতদের নাম ১। মোঃ আশরাফ (৩২) পিতা- সাধু মিয়া, সাং- মদনপুর, থানা- সোনারগাঁও, জেলা- নারায়নগঞ্জ, ২। মোঃ শহিদুল (২৯) পিতা- সভা, সাং- মন্ডলপাড়া, থানা- দেওয়ানগঞ্জ, জেলা- জামালপুর, ৩। মোঃ রিপন @ শুক্কুর(২৬) পিতা- মৃত জামাল মিয়া, , সাং- মাজুখান পদহারবাইত, থানা- টংঙ্গী পূর্ব, গাজীপুর ৪। মোঃ রাশেদ (২৬) পিতা- আবুল হোসেন, সাং- গোপীপাড়া, উত্তর বাড্ডা, থানা- বাড্ডা, ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে একটি সিএনজি এবং নগদ ৫,৩০০/-টাকা জব্দ করা হয়।
একইদিনে মতিঝিল থানাধীন এলাকায় হত্যা ও মাদকসহ ১৭ মামলার আমসামী ও মাদক সম্রাজ্ঞী রাহিমা বেগম (৫০)কে গ্রেফতার করেন। তার স্বামী- মৃত হযরত আলী, সাং- পার গেন্ডারিয়া মীরহাজীরবাগ, থানা- যাত্রাবাড়ী, জেলা- ঢাকা বলে জানা যায়। ধৃত আসামী আইন-শৃংঙ্খলা বাহিনীর তালিকা ভুক্ত একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশে ও দেশের বাহিরে বিভিন্ন স্থানে আত্নগোপন থেকে তার মাদক ব্যবসার নেটওয়ার্ক পরিচালনা করে আসছে। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃত আসামি রাহিমা বেগম এর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও মাদক মামলাসহ ১৭ টি মামলা আছে। এছাড়া একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি আছে।
ইতিমধ্যেই ধৃত সকল আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।