২০ ঘণ্টা পর মাওয়ার ভেসে যাওয়া ফেরি উদ্ধার

ferry Taplu Maoa Munshigonj ফেরি টাপলু মাওয়া মুন্সিগঞ্জরিপোর্টার, এবিসি নিউজ বিডি, মুন্সিগঞ্জ: ২৬টি যাত্রীবাহী যানবাহন নিয়ে পদ্মায় প্রচণ্ড স্রোতের তোড়ে ভেসে গিয়ে নৌ চ্যানেলের বাইরে আটকা পড়া বিআইডবি উটিসির ফেরি টাপলো ২০ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গত কয়েকদিন ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পদ্মায় তীব্র স্রোত বিরাজ করছিল।

স্রোতের তীব্রতার কারণে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় যাত্রীবাহী ফেরি টাপলোসহ টানা ফেরি এরাবিয়া কাওড়াকান্দি থেকে মাওয়া আসার পথে ঘাটে আসতে না পেরে নৌরুটের বাইরে ৩-৪ কিলোমিটার নিচে লৌহজং ঘোড়দৌড় নালার দিকে চলে যায়। এক পর্যায়ে ফেরিটি লৌহজং ঘোড়দৌড় নালার দিকে ডুবোচরে আটকা পরে থাকে। এ সময় ফেরিটিতে যাত্রীবাহী পাঁচটি বাস, ১৩টি গাড়ি, পাঁচটি মোটরসাইকেল ও তিনটি ট্রাক অবস্থান করছিল। পরবর্তীতে বুধবার বেলা দেড়টায় উদ্ধারকারী টাগ আইটি -৩৯৫ ও ৩৯৬ ফেরিটি উদ্ধার করতে সক্ষম হয়।

মাওয়া বিআইডবি উটিসির মেরিন অফিসার মো: শাহাজাহান জানান, লৌহজং টার্নিয়ের কাছ থেকে ফেরিটি চ্যানেলের বাইরে স্রোতে ভেসে গিয়েছিল।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ