ইসমাইল চৌধুরী সম্রাট গ্রেফতার
আনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, কুমিল্লা (৬ অক্টোবর ২০১৯) : যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী ওরফে সম্রাটকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (৬ অক্টোবর) ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী আরমানকেও গ্রেফতার করে র্যাব।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এবিসিনিউজবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ক্যাসিনো–কাণ্ডে অভিযুক্ত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালনার পর থেকেই সম্রাট কোথায় অবস্থান করছেন তা নিয়ে ধোঁয়াশা ছিল।
সম্প্রতি মতিঝিলের ইয়ংমেনস, ওয়ান্ডারার্স, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ও বনানীর গোল্ডেন ঢাকা ক্লাবে র্যাব অভিযান চালিয়ে সেগুলো সিলগালা করে দেয়। এ অভিযানের ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে ক্লাব ও জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ।
সম্রাট’কে দুপুরে নেয়া হবে মতিঝিল থানায়
জাগরণ প্রতিবেদক : যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী স¤্রাটকে দুপুর ১২টার দিকে নেয়া হবে রাজধানীর মতিঝিল থানায়। সেখানে তার বিরুদ্ধে কয়েকটি মামলা দায়েরের পর বিকেলেই হাজির করা হবে আদালতে। র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান দৈনিক জাগরণকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আজ রোববার (৬ অক্টোবর) ভোর ৫টায় দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী আরমানকেও গ্রেফতার করে র্যাব।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী স¤্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরার একটি গ্রাম থেকে তাকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি এখান থেকে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
এএসপি মিজানুর রহমান আরো জানান, আজ দুপুর নাগাদ সব কাগজপত্র ঠিক করে স¤্রাটকে মতিঝিল থানায় নেয়া হবে। সেখানে ক্যাসিনো চালানোসহ চাঁদাবাজির মামলা দায়েরের পর আদালতে হাজির করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।
এমএএম/…