৯০ দিন নিয়ে জানতে চায় ইইউ

speaker shirin sharmin শিরিন শারমিন ইইউমনির হোসেন, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নির্বাচনকালীন ৯০ দিন সম্পর্কে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে জানতে চেয়েছে বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। তারা জানিয়েছেন, বরাবরের মতোই এবারো সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউর একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে।
ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হানার নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা বুধবার সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সাক্ষাত করেন।
সাক্ষাত শেষে শিরীন শারমিন চৌধুরী এবিসি নিউজ বিডিকে বলেন, ‘ইইউ তাদের পর্যবেক্ষক দল পাঠানোর সময়সীমা নিয়ে আলোচনা করেছে। এ সময় তারা নির্বাচনকালীন সময় নিয়েও জানতে চেয়েছে। নির্বাচন কখন হবে তাও জানতে চেয়েছেন তারা।’
সংবিধান অনুযায়ী, বর্তমান সংসদের মেয়াদ শেষ হচ্ছে ২৪ জানুয়ারি। তার আগের ৯০ দিনের মধ্যে দশম সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে নির্বাচন কমিশনকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে জানিয়েছেন বর্তমান সংসদের অধিবেশন শেষ হবে ২৫ অক্টোবর।
সংবিধান অনুযায়ী, ওই তিন মাস অধিবেশন না হলেও সংসদ বহাল থাকবে। নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনেই। এ বিষয়ে আপত্তি জানিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বিরোধী দল বিএনপি।
স্পিকার বলেন, ‘২৫ অক্টোবর ও ২৪ জানুয়ারি- এই দুটি তারিখ নিয়ে বিভিন্ন মহলে আলোচনার পরিপ্রেক্ষিতে ইইউ বিষয়টি জানতে চেয়েছে। আমি বলেছি, সংবিধান অনুযায়ী বাংলাদেশে এই প্রথমবারের মতো সংসদের মেয়াদপূর্তির আগেই নির্বাচন অনুষ্ঠান হতে যাচ্ছে। সে কারণেই মানুষের মধ্যে কিছু প্রশ্ন রয়ে গেছে।’
তিনি বলেন, ‘আমি তাদের বলেছি, অতীতে সংসদের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ৯০দিনে নির্বাচন হতো। বর্তমান সংবিধান অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনে নির্বাচন হবে।’
পর্যবেক্ষণ দল পাঠানোর সময় সম্পর্কে নিশ্চিত হতেই ইইউ ৯০ দিনের বিষয়ে জানতে চেয়েছে বলে জানান স্পিকার।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ