গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে অভিনব প্রতিবাদ
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২০ অক্টোবর) : সংবাদপত্রের স্বাধীনতা খর্বের প্রতিবাদে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো এক জোট হয়ে এক অভিনব প্রতিবাদের উদ্যোগ নিয়েছে। ছবি: সংগৃহীত
সংবাদপত্রের স্বাধীনতা খর্বের প্রতিবাদে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো এক জোট হয়ে এক অভিনব প্রতিবাদের উদ্যোগ নিয়েছে।
সংবাদপত্রের স্বাধীনতাকে সীমিত করে সম্প্রতি একটি আইন হয়েছে অস্ট্রেলিয়ায়। এ আইনের প্রতিবাদে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো এক জোট হয়ে এক অভিনব প্রতিবাদের উদ্যোগ নিয়েছে।
গণমাধ্যম জগতে সাধারণ বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তীব্র প্রতিযোগিতার মানসিকতা দেখা যায়। রাষ্ট্রের পক্ষ থেকে সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ন হতে পারে এমন কোনো আইন করলেও তাই অধিকাংশ ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ অবস্থান থেকে পৃথকভাবে প্রতিবাদ জানাতে দেখা যায়। বাক্স্বাধীনতার পক্ষ অবলম্বন করে প্রকাশ করতে দেখা যায় বিভিন্ন নিবন্ধ। এমনকি বিভিন্ন সংগঠনের ব্যানারের সম্মিলিত প্রতিবাদের নজিরও কম নয়। কিন্তু শীর্ষ গণমাধ্যমগুলোকে এক জোট হয়ে নিজেদের পত্রিকা মারফতই এর প্রতিবাদ জানানোর নজির খুব একটা নেই। ঠিক এ কাজটিই এখন করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করে আইন প্রণয়নের প্রতিবাদে অস্ট্রেলিয়ার শীর্ষ সংবাদপত্রগুলো আগামীকাল সোমবার তাদের পত্রিকার প্রতিবেদনগুলোর অধিকাংশ শব্দ মুছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রতিবাদে শামিল হয়েছে রুপার্ট মারডক নিউজ করপোরেশনের প্রতিষ্ঠান, নাইন এন্টারটেইনমেন্টের প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান ফিন্যান্সিয়াল রিভিউ, সরকারি অর্থে পরিচালিত ওয়েবসাইট অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনসহ (এবিসি) বড় বড় প্রতিষ্ঠানগুলো।