বালিশকান্ড: নির্বাহী প্রকৌশলীসহ ১৩ জন কারাগারে

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১২ ডিসেম্বর ২০১৯) : ‘বালিশকান্ড’ নিয়ে গ্রেপ্তার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমসহ ১৩ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম এই প্রতিবেদককে বলেন, পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্পের আসবাব ও অন্যান্য সামগ্রী অস্বাভাবিক দামে কেনাসংক্রান্ত দুর্নীতির মামলায় গ্রেপ্তার ১৩ আসামিকে আজ ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। আদালত প্রত্যেক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে এই ১৩ জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আজ তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করেন দুদকের উপপরিচালক নাসির উদ্দিন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ