সু চি অবশিষ্ট ভাবমূর্তিটুকুও ঝুঁকিতে ফেলছেন

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১২ ডিসেম্বর ২০১৯) : মার্কিন সিনেটে রিপাবলিকান ও ডেমোক্র্যাট পার্টির ১০ সদস্য রাখাইনে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমার সেনাদের পক্ষ নেওয়ায় অং সান সু চির তীব্র নিন্দা জানিয়েছেন। ১০ মার্কিন সিনেটর মনে করেন, রোহিঙ্গা এবং অন্য সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক নৃশংসতার জন্য অভিযুক্ত সেনাবাহিনীর পক্ষে সাফাই গেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজের যেটুকু ভাবমূর্তি আছে, সেটাও ঝুঁকিতে ফেলছেন সু চি। এই পরিস্থিতিতে মার্কিন সিনেট সদস্যরা আইসিজেকে পুরোপুরি সমর্থনের জন্য মিয়ানমারের স্টেট কাউন্সেলর সু চির প্রতি আহ্বান জানিয়েছেন।

ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ মাসের ১০ তারিখ মার্কিন সিনেটের ১০ সদস্য ওই চিঠি লিখেছেন। ১০ ডিসেম্বর রোহিঙ্গা গণহত্যা নিয়ে মিয়ানমারের বিচার আন্তর্জাতিক বিচার আদালতে শুরু হয়েছে। এদিন মামলার বাদী গাম্বিয়া আদালতে বক্তব্য দেয়। এর পরদিন বক্তব্য দেয় মিয়ানমার।

চিঠিতে সই করেছেন মার্কিন সিনেটে রিপাবলিকান পার্টির সদস্য মার্শা ব্ল্যাকবার্ন, টড ইয়াং, ডেমোক্র্যাট পার্টির সদস্য ক্রিস ভ্যান হলেন, রিচার্ড ডারবিন, ব্রায়ান শোয়াটজ, ট্যামি বল্ডউইন, জেফ্রি মার্কলে, রবাট ক্যাসি, বেঞ্জামিন কার্ডিন ও রন ওয়াইডেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ