সশস্ত্র বাহিনীকে আধুনিক-সুদক্ষ বাহিনীতে গড়ে তুলতে কাজ করছে সরকার

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৬ ডিসেম্বর ২০১৯) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার সশস্ত্র বাহিনীকে পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মেলাতে সক্ষম একটি আধুনিক, পেশাদার ও সুদক্ষ বাহিনীতে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

মিরপুর সেনানিবাসের শেখ হাসিনা কমপ্লেক্সে আজ রোববার সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি)-২০১৯ এবং আর্মড ফোর্সেস ওয়্যার কোর্স (এএফডব্লিউসি কোর্স)-২০১৯–এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা ১৯৭৪ সালে আমাদের সশস্ত্র বাহিনী পরিচালনার যে নীতিমালা করে যান, তারই আলোকে আমরা ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করেছি। আমাদের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করতে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলাটা জরুরি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতেই আমরা সশস্ত্র বাহিনীর জন্য নতুন নতুন অস্ত্রশস্ত্র জোগাড় থেকে শুরু করে প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং বিভিন্ন জায়গায় নতুন করে সেনানিবাসও গড়ে তুলেছি।’

শেখ হাসিনা আরও বলেন, ‘দেশের জন্য যখন যেটা প্রয়োজন, সে ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন এবং সেই পদক্ষেপ নিচ্ছি। কারণ, আমরা একটা পেশাদার ও প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই।’ তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে শান্তিরক্ষী মিশনে আমাদের সশস্ত্র বাহিনী যাচ্ছে। সে ক্ষেত্রেও আমাদের অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে। আবার শান্তিরক্ষী মিশনে গিয়ে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে যেন আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা চলতে পারেন, যুদ্ধ সরঞ্জামের সঙ্গে যেন তাঁদের পরিচিতি থাকে এবং তাঁরা যেন যেকোনো ক্ষেত্রে ভূমিকা পালনে কোনো ধরনের দ্বিধাগ্রস্ত না হন, সে জন্য প্রশিক্ষণ ও আধুনিক যুদ্ধাস্ত্রের বিষয়ে আমরা সচেতন।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ